পথে পথে ঘুরে ঘুরে,
যেতে যেতে ফিরে ফিরে,
পুরানো সব কথামালা
পুরানো সব হাসি খেলা,
ভীড় করে, ভীড় করে
হৃদয়ের মন্দিরে।
সেইদিন সেই ক্ষন
সেই স্মৃতি সেই মন,
ঘুরে ফিরে পাক খায়
যায় যায় দিন যায়,
একদিন দুই দিন
এভাবে প্রতিদিন।
একা আসা একা যাওয়া,
মাঝখানে পোড় খাওয়া,
চেনা অচেনা মাখামাখি,
মনে মনে কাছাকাছি,
দুদিনের হাসা কাঁদা,
দুদিনের মিছে আশা।
তারপরো ভালোবাসি
তারপরো তুমি আমি,
তারপরো নীড় বাঁধা
তারপরো ভালোবাসা।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
নিরেট বাঁধনের লেখা। অভিনন্দন কাজী ভাই। আপনার আগের কবিতা গুলোন আমি পড়েছি।
ভালো লেখেন আপনি।
loading...
আমি সত্যি কৃথার্থ। আপনি কষ্ট করে পড়েছেন। এ আমার জন্য অনেক বড়ো পাওয়া।
loading...
ছন্দবোধনের লেখা। সুন্দর।
loading...
ভালোই লিখেছেন
loading...
সুন্দর।
loading...
শব্দের যে কেমিস্ট্রি এবং আপনি যেমনটা ফুটিয়ে তুলতে চেয়েছেন; বোধকরি সার্থক হয়েছেন কবি মি. কাজী রাশেদ। অভিনন্দন।
loading...
আমি অনুপ্রাণিত ভাই মুরুব্বী
loading...
ধন্যবাদ।
loading...
* অনুপম সুন্দর বাণীবিন্যাস…
loading...
ভালো লাগলো , শুভকামনা
loading...