সবাই অফিস থেকে চলে গেছে। আমি একাই আছি। কোথায় যাবো? গেলে তো সেই ১০ ফুট বাই ৮ ফুট, ৬ দিনের অস্থায়ী জেলখানায় যেতে হবে। সপ্তাহের ১ দিন যা ও বা ছুটি পাই; সারাদিন শুধু ঘুমাতেই ইচ্ছে করে।
কিন্তু বাসার সবাই তো চায় তাদেরকে নিয়ে কোথাও থেকে ঘুরে আসি। এ দিকে অফিসে বসে থেকে থেকে আলুর মত সাইজ হয়ে যাচ্ছে আমার। সকালে উঠে যে একটু হাঁটবো, তাও পারি না। অবশ্য হাঁটার অনেক সুন্দর জায়গা আছে আমার। অফিসের বিশাল ছাদ-ই তো আছে, যার চারদিকে ৩০ বার ঘুরলেই ৪৫ মিনিট কেটে যায়।
তার পরও হয়ে উঠে না।
এ দিকে মাথার চুল সব সাদা হয়ে যাচ্ছে; শরীর হচ্ছে ভারী। মনটা কেমন যেন নির্জীব-অসহায় হয়ে থাকছে। বার বার শুধু মনে হয় সময় দ্রুত চলে যাচ্ছে; কিন্তু করা হলোনা কিছুই।
না এই দুনিয়ার- না ওই দুনিয়ার। এক ধরনের অক্ষমতা-ক্রোধ-ক্ষোভ – এ সব কিছু মিলিয়ে নিজের উপরেই প্রচন্ড ঘৃণা হচ্ছে।
কয়েদী জীবন।
মনে হয় সম্পূর্ণ উলঙ্গ হয়ে একটা রেললাইন ধরে হেটে চলি।
কয়েদীমানবের সমান্তরাল পদচারণ.. অনিশ্চিত পথচলা। কোথায় যাবো??
____________________
#কয়েদী_জীবন_অণুগল্প_৪৪৪
loading...
loading...
সুন্দর
loading...
ধন্যবাদ দাদা।
loading...
'কয়েদীমানবের সমান্তরাল পদচারণ … অনিশ্চিত পথচলা।'
সঠিক মি. মামুন। শুভ সকাল।
loading...
ধন্যবাদ ভাইয়া।
শুভ রাত্রি।

loading...
দারুণ অণুগল্প গল্প দা।
loading...
গল্পটি পড়ে আপনার অনুভূতি রেখে যাবার শুভেচ্ছা রইলো দিদি।
loading...
মনে হয় সম্পূর্ণ উলঙ্গ হয়ে একটা রেললাইন ধরে হেটে চলি।———
loading...
জি, হেটে চলুন… আমাকে পাশেই পাবেন।
loading...
পড়লাম মামুন ভাই। সিদ্ধ হস্তের লেখা।
loading...
ধন্যবাদ প্রিয় কবি'দা

loading...
* অনেক সুন্দর অনুগল্প।
শুভ কামনা নিরন্তর…
loading...
আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় ভাই।
loading...