অনেকদিন ভোরের আকাশ দেখি না।
একটা নতুন ভোরের অপেক্ষা জীবনকে
করেছিলাম তুচ্ছ। স্বপ্নগুলোকে জমা রেখে,
ভয় আর বাধাকে উপেক্ষা করে, পথে নেমেছিলাম এক নতুন ভোর আনবো, এই ছিলো লক্ষ্য, এই ছিলো জীবনের অভীষ্টতা।
ভোরের প্রতি ছিলো এক অকল্পনীয় টান,
একটা ভোরের জন্য কতো রাত বিনিন্দ্র
কেটে গেছে দিনের পর দিন,
কেটে গেছে প্রহরের পর প্রহর।
শুধু একটা ভোর,
শুধু একটা নতুন সুর্য।
কৈশোরের এক রাতে,
ভোর না হতেই দুই বোন কে
সাথে নিয়ে বেড়িয়ে পরেছিলাম
মফস্বল শহরের এক পীচঢালা পথে,
অনেক হেটে হেটেও ভোর আসে নি
আমাদের সেই যাত্রা পথে,
ফিরে এসেছিলাম ঘরে,
ফিরে এসেছিলাম বাবা মার বকুনির ঘেরে,
তবু আজো প্রতিক্ষায় সেই এক নতুন ভোরের,
সেই এক নতুন সকালের।
নতুন সকালের এই নিরন্তর প্রতীক্ষায়,
কালো পঁচাত্তর আসে,
রক্তাক্ত বিরানব্বই আসে,
আসে নির্মম একুশে আগষ্ট
আসে আবার ১৭ই আগষ্ট।
শুধু লজ্জা, বেঈমানী আর হিংসা
ফিরে ফিরে আসে ত্রাস, আসে সন্ত্রাস,
তবু আসে না নতুন সুর্য,
তবু আসে না নতুন সকাল।
loading...
loading...
বেশ চমৎকার লিখেছেন,,,
loading...
অনেক ভাল লাগা ভাই
loading...
কবিতার স্বরূপ দারুণ হয়েছে কবি দা।
loading...
আপনার মন্তব্য সবসময় আমার জন্য প্রেরনা দায়ক।
loading...
জীবনের অভীষ্টতা থেকে আমরা যেন দূরে সরে না যাই। আসুক নতুন সূর্য্য নতুন সকাল। অভিনন্দন প্রিয় কবি কাজী রাশেদ। শুভ সন্ধ্যা।
loading...
অনেক ধন্যবাদ মুরুব্বি ভাই। আপনার মন্তব্য আরো পথ চলাতে সাহস যোগায়।
loading...
ধন্যবাদ।
loading...
বাহ! বেশ লিখেছেন!
loading...
শুধু লজ্জা, বেঈমানী আর হিংসা
ফিরে ফিরে আসে ত্রাস, আসে সন্ত্রাস,
তবু আসে না নতুন সুর্য,
তবু আসে না নতুন সকাল।
*


loading...