আমার দেখা ব্লগের সাড়ে তিন বছরঃ ব্লগারদের ধরণ-

আমি নিজে বাংলা ব্লগের সাথে যুক্ত আছি প্রায় সাড়ে তিন বছর ধরিয়া। এই বেশ একটা সময়ে নানা ধরনের ব্লগারের দেখা পাইয়াছি। তাহাদের নানা ধরণ লইয়াই আজকের পোষ্ট!

বাংলা ব্লগে মোটামুটি পাঁচ ধরনের ব্লগার আছেন। (মতান্তরে ছয় ধরনের)। যাহারা সবাই নিজ নিজ স্থান থেকে ব্লগে উজ্জ্বল ভূমিকা পালন করে যাইতেছেন।

১. আম জনতার ব্লগারঃ
ইহারা রেগুলার পোষ্ট করিয়া থাকেন, কখনো দিনে দুইটা কিংবা তিনটাও হইয়া যায়। অন্যের ব্লগে মন্তব্য করিয়া থাকেন, নিজের ব্লগেও মন্তব্যের জবাব দিতে বিলম্ব করেন না। খুঁজে খুঁজে অন্যের পুরানো লেখায়ও মন্তব্যে করেন। ইহারা মোটামুটি আমুদে, তেমন কোন কাজকর্ম ইহাদের থাকে না বলে ইহারা সারাদিন ব্লগে পড়ে থাকতে পারেন।

২. জনতার মাঝে নির্জনতার ব্লগারঃ
ইহারা শুধুমাত্র নিজের পোষ্টে মন্তব্য পেলে অমনি ধরে সেটাতে উত্তর দেন। অন্যের পোষ্টে মন্তব্য করেন না। ইহারা এক সময়ের সেলিব্রেটি ব্লগার ছিলেন, তবে এক্ষন আর তাহাদের ব্লগে মাক্ষীও বসেন না।

৩. উদাস ব্লগারঃ
ইহারা যে কবে কোনদিন ব্লগে লগিন দিয়েছিল ভুলিয়া যান, যখন মনে হয় অনেকদিন ব্লগে যাওয়া হয় না তখন পোষ্ট দিয়ে সাথে সাথেই আবার লগ আউট করিয়া দেন এবং ইহা নিশ্চিত থাকে যে আগামী ঈদের চাঁদ দেখিবার পূর্বে তাহাদের মুখ আর দেখা যাইবে না।

৪. ওয়াচম্যান ব্লগারঃ
ইহারা সারাদিন সারারাত ব্লগে লগিন দিয়ে থাকেন– কিন্তু না কোন পোষ্ট করেন, না কোন মন্তব্য করেন- না কারও লেখায় লাইক দেন ! ইহারা যে কাহার উপর এমন অভিমান করিয়া থাকেন আর কে যে আসিয়া উহাদের রাগ ভাঙ্গাইবেন তাহা কেহ না জানে।

৫, আপদকালীন সময়ের ব্লগারঃ
ইহাদের নাম যেমন উদ্ভট হয় কাজকর্মও তেমন উদ্ভট হয়। সারা বছর এদের কোন হদিস থাকে না, কিন্তু যদি দেখা যায় যে ব্লগে কোন ধরনের কোন ক্যাচাল লাগিয়াছে তাহলেই কেবল ইহাদিগকে দেখা যায়। এরা যে কে কার পক্ষ হয়ে কথা বলে সেটাও বোঝা দায় ! ইহারা যে মাল্টিধারী ব্লগার তাহা বুঝিতে রকেট সায়েন্স পড়িতে হয় না।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২৭ টি মন্তব্য (লেখকের ১০টি) | ১৬ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৫-০৮-২০১৮ | ২২:০৫ |

    নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ পোস্ট। অতিযুক্ত করি, অনেকে আছেন নিজের পোস্টের মন্তব্যেই শুধু উত্তর করেন; অন্যের পোস্টে কদাচিৎ গমন করেন; অথবা করেন না… তাহাদিগের কোন পর্যায়ে অভিষিক্ত করা যায় সেই উত্তর বাহির করা অতীব জরুরী। অন্যথায় … https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_cry.gif

    GD Star Rating
    loading...
    • জাহিদ অনিক : ১৫-০৮-২০১৮ | ২২:১০ |

      মুরুব্বী,

      আমি নিজেও ব্লগে নিয়মিত না। সত্যিকার অর্থে সেই অর্থে আমি নিজেও লজ্জিত। তবে আমি আহবান জানাই, যারা ব্লগে নিয়মিত তারা অবশ্যই ব্লগটাকে মুখরিত করে রাখবেন। সবাই ভালো থাকবেন।

      GD Star Rating
      loading...
  2. সুজন হোসাইন : ১৫-০৮-২০১৮ | ২৩:০৬ |

    আমিও নিয়মিত না … তবে মন চায় নিয়মিত হতে … পারি না কাজের ব্যস্ততার জন্য, এজন্য আমিও লজ্জিত … তবে সাবলীল ভাষায় সুন্দর বলেছেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
    • জাহিদ অনিক : ১৯-০৮-২০১৮ | ১:১৫ |

       

       

      আমরা অনেকেই ব্যস্ততার কারণে ইচ্ছে থাকা স্বত্তেও সব সময়ে সব সব ঋতুতে ব্লগে রেগুলার হতে পারি না। সেটা কোন সমস্যা নয় আমার মনে হয়। এই যে আপনার ব্লগের প্রতি একটা আন্তরিকতা আছে, সেটাই মনে হয় মূখ্য। 

      অনেক ধন্যবাদ সুজন হোসাইন । ভালো থাকুন সুস্থ্য থাকুন। হ্যাপি ব্লগিং 

      GD Star Rating
      loading...
  3. মিড ডে ডেজারট : ১৬-০৮-২০১৮ | ৮:১৫ |

    বিশ্লেষণধর্মী পোস্ট;

    বেশ আনন্দ পেয়েছি। 

    GD Star Rating
    loading...
    • জাহিদ অনিক : ১৯-০৮-২০১৮ | ১:১৬ |

       

      মিড ডে ডেজারট ,  শুরুতেই মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। 

      পোষ্টটি পড়ে আনন্দ পেয়েছেন জেনে ভালো লেগেছে। পড়ার জন্য কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। 

       

      GD Star Rating
      loading...
  4. আলমগীর সরকার লিটন : ১৬-০৮-২০১৮ | ১০:১৩ |

    বাহ সুন্দর লেখেছেন অনিক দা

    সাধারণ এরকমী হয়———-

    GD Star Rating
    loading...
    • জাহিদ অনিক : ১৯-০৮-২০১৮ | ১:১৯ |

       

      আলমগীর সরকার লিটন

      লেখাটা ভালো লেগেছে ভালো লাগলো। কিন্তু সাধারণত এরকম হয় এই কথাটা যদিও তিক্তসত্য, তবুও মানতে কষ্ট লাগে। ব্লগে একটা সময়ে আমরাই আসি নিজেদের আগ্রহে কেউ জোর করে আনেন না। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে ব্লগারদের মানসিকতা আর পাঁচজন থেকে কিছুটা হলেও ভালো ও উদার। 

      আশা করি আমরা ব্লগে নিয়মিত হব। 

      GD Star Rating
      loading...
  5. মোঃ খালিদ উমর : ১৬-০৮-২০১৮ | ১২:১৫ |

    জাহিদ ভাই অত্যন্ত গুরুত্বের সাথে বিশ্লেশন করিয়াছেন। আপনার বিশ্লেশন আনুযায়ী আমি বর্তমানে ২নং কাতারের ব্লগার। তবে একসময় ১ নং কাতারের ছিলাম কিন্তু এখন সেই দিনও নেই আর সেই সময়ও নেই। সবই যেন কেমন করে কালের গর্ভে বিলীন হয়ে গেছে।

    ধন্যবাদ ভাই।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
    • জাহিদ অনিক : ১৯-০৮-২০১৮ | ১:২১ |

       

       

      আমরা অনেকেই কিছু একটা নির্দিষ্ট সময়ের জন্য ১নং ক্যাটাগরীতে থাকি, এরপরে নিজেরাই ঝিমিয়ে যাই। ব্লগও ঝিমিয়ে যায়। 

      এর জন্য মনে হয় আমাদের মানসিকতা কিছুটা হলেও দায়ী, আত উপর ব্যস্ততা তো আছেই। সময়ের বড্ড চাপ ! সে কথাও সত্য। 

      ধন্যবাদ ও কৃতজ্ঞতা মোঃ খালিদ উমর 

      GD Star Rating
      loading...
  6. রিয়া রিয়া : ১৬-০৮-২০১৮ | ১৮:৩৩ |

    আমি উত্তম ব্লগার। গোল্ড মেডেল পাওয়ার যোগ্য। যোগ্য কি। আমাকে অবশ্যই গোল্ড মেডেল দেয়া উচিত। এখন আমি আমারটা সহ প্রত্যেক ব্লগারের ব্লগ গভীর মনযোগে পড়ি এবং মন্তব্য দেই। 

    অবশ্যি একসময় অলস ছিলাম। পোস্ট দিয়ে ভাবতাম আমাকে আমার পোস্টে সবাই মন্তব্য দিক; আমি তাকিয়ে থেকে দেখবো। একসময় রিয়ালাইজ করলাম, মন্তব্যই এখানে সব নয়; ভাব বিনিময় প্রধান। বাংলা একটি কমিউনিটি ব্লগে লিখছি, সেখানে মন্তব্য আর প্রতি-মন্তব্যই যদি না থাকে তাহলে আর কিসের ব্লগিং। তার চেয়ে আমার ডায়েরির খাতা ভাল। লিখবো ঠিকই কেউ পড়বে না। 

    লেখা প্রকাশ না হোক ব্লগ আর ব্লগারের প্রতি আন্তরিকতা থাকলে সৌজন্যতা এমনিতেই আসে। পারস্পরিক সৌহার্দ্য বোধটুকই তো থেকে যাবে; বাকি থাকবে কী। কিছুই না।

    GD Star Rating
    loading...
    • জাহিদ অনিক : ১৯-০৮-২০১৮ | ১:২৩ |

       

      রিয়া রিয়া

      আপনি বেশ চমৎকার কথা বলেছেন। 
      পাঠক ও লেখকদের মধ্যে মিথষ্ক্রিয়া থাকা খুব জরুরী। 

       আমি আপনার অনেকগুলো লেখা দেখেছি এই ব্লগে। যদিও আমিও নিজে খুব একটা নিয়মিত না ব্লগে। 
      তবুও আপনার মুখর পদচারণা দেখেছি। 

      নিশ্চয়ই আপনি গোল্ড ম্যাডেল পাওয়ার যোগ্য। 

      অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা 

      GD Star Rating
      loading...
  7. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ১৬-০৮-২০১৮ | ২২:৪৪ |

    উদাস ব্লগারঃ
    ইহারা যে কবে কোনদিন ব্লগে লগিন দিয়েছিল ভুলিয়া যান, যখন মনে হয় অনেকদিন ব্লগে যাওয়া হয় না তখন পোষ্ট দিয়ে সাথে সাথেই আবার লগ আউট করিয়া দেন এবং ইহা নিশ্চিত থাকে যে আগামী ঈদের চাঁদ দেখিবার পূর্বে তাহাদের মুখ আর দেখা যাইবে না।

    * https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Shy.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Shy.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Shy.gif.gif

    GD Star Rating
    loading...
  8. সাঈদ চৌধুরী : ১৭-০৮-২০১৮ | ৯:৫২ |

    সব ধরণ মিলেই ব্লগিং। আমাদের সবাই অনেকবার পরিবার হয়ে উঠেছি তারপর ব্লগটাই শেষ হয়ে গেছে অনেক সময় ! ব্লগ লেখক তৈরীর কারখানা। এর যত্ন নেওয়া উচিৎ। ধন্যবাদ মূল্যবান পোষ্টের জন্য। 

    GD Star Rating
    loading...
    • জাহিদ অনিক : ১৯-০৮-২০১৮ | ১:২৭ |

       

      ব্লগ লেখক তৈরীর কারখানা। এর যত্ন নেওয়া উচিৎ। —  আপনি বেশ সুন্দর কথা বলেছেন। তবে সবাই তো আর লেখক হতে আসে না। কেউ কেউ সময় কাটাতেও আসে। যাইহোক, যারা এখানে লেখক হবার মনোভাব নিয়ে আসেন তারা নিশ্চয়ই ব্লগের যত্ন নিবেন এটাই আশা করি। 

       

      অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা প্রিয় সাঈদ চৌধুরী 

      GD Star Rating
      loading...
  9. কাজী রাশেদ : ১৭-০৮-২০১৮ | ১১:৫৫ |

    অনেক বিশ্লেষন ধর্মী লেখা, অনেক সময় নিয়ে নীরিক্ষা করেই লিখতে হয়েছে।আমি কোনোটার মধ্যে পরি তা নির্ধারন করা খুব সহজ। আমি আসলে কিছুই না পর্যায়ে পরি। সবই হঠাত আর মাঝেমাঝে।

     

    GD Star Rating
    loading...
    • জাহিদ অনিক : ১৯-০৮-২০১৮ | ১:২৯ |

       

       

      আমিও আপনার মত মাঝেসাঝেই আসি ব্লগে- সত্যিকার অর্থে ব্যস্ততার জন্য অনেকের ব্লগে আসা হয় না ইচ্ছে থাকা স্বত্তেও। 

      তবুও আশা করি ব্লগ আমাদের, আমরা ব্লগের — 

       

      শুভেচ্ছান্তে প্রিয় কাজী রাশেদ  

      GD Star Rating
      loading...
  10. ইলহাম : ১৮-০৮-২০১৮ | ১২:০৭ |

    ধন্যবান মূল্যবান পোষ্টের জন্য।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    আসলে ব্লগারের বিভিন্ন ধরণ থাকাটা স্বাভাবিক বলে আমার কাছে মনে হয়।

    হয়ত বিশ্লেষণ আরও বেশ কটা ধরণ বেরিয়ে আসবে।

    যত ধরণের ব্লগার হোক তবুও শব্দনীড়ের সাথে থাকার জন্য সকল ব্লগারের প্রতি রইলো ফুলেল শুভেচ্ছা এবং শুভকামনা।

    সম্ভবত আমরা সবাই চাই শব্দনীড় পরিবার আরও বড় হউক, ছড়িয়ে পড়ুক লাখো-কোটি শব্দমালা নিয়ে শব্দনীড় সর্বত্র।

    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
    • জাহিদ অনিক : ১৯-০৮-২০১৮ | ১:৩১ |

      ইলহাম

      ১) আসলে ব্লগারের বিভিন্ন ধরণ থাকাটা স্বাভাবিক বলে আমার কাছে মনে হয়।হয়ত বিশ্লেষণ আরও বেশ কটা ধরণ বেরিয়ে আসবে। 
      ২) সম্ভবত আমরা সবাই চাই শব্দনীড় পরিবার আরও বড় হউক, ছড়িয়ে পড়ুক লাখো-কোটি শব্দমালা নিয়ে শব্দনীড় সর্বত্র।  
      —–  আপনি বেশ সুন্দর কথা বলেছেন, গুছিয়ে বলেছেন যা যা আমি বলতে চেয়েছি। 

      আমরা চাই শব্দনীড় আমার মুখরিত হোক। 

      শুভেচ্ছান্তে 

      GD Star Rating
      loading...
  11. রুকশানা হক : ২৪-০৩-২০১৯ | ১৯:৩৯ |

    আমি কোন ধরনের ব্লগার আত্মবিশ্লেষণ করতে গিয়ে থেমে গেলাম —- মনে হয় ৫ নাম্বারের বাইরের কোন নাম্বারে আমার অবস্থান  ।    

    GD Star Rating
    loading...
  12. ফারুক মোহাম্মদ ওমর : ২৪-০৩-২০১৯ | ২২:৪২ |

    মূলবান গদ্য। আরো চাই।

    GD Star Rating
    loading...
  13. শাকিলা তুবা : ২৪-০৩-২০১৯ | ২৩:১০ |

    জনতার মাঝে নির্জনতার ব্লগারঃ 

    ইহারা শুধুমাত্র নিজের পোষ্টে মন্তব্য পেলে অমনি ধরে সেটাতে উত্তর দেন। অন্যের পোষ্টে মন্তব্য করেন না। ইহারা এক সময়ের সেলিব্রেটি ব্লগার ছিলেন, তবে এক্ষন আর তাহাদের ব্লগে মাক্ষীও বসেন না। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    ( কাউকে হার্ট করার জন্য নয়; এমনটা আমি অনেক জায়গায় দেখেছি। )

    GD Star Rating
    loading...
  14. সুমন আহমেদ : ২৪-০৩-২০১৯ | ২৩:১৩ |

    লগিন না করে নিবন্ধিত ব্লগারদের অনেকে ঘাপটি মেরে থাকেন। এদের সংখ্যা সবচেয়ে বেশী।

    এরা জানেন না, কে কখন এলো আর কি খুঁজেছে সব তথ্যই মডারেটরের জানা। Smile

    GD Star Rating
    loading...
  15. নিজু মন্ডল : ২৫-০৩-২০১৯ | ১২:৩১ |

    অনিক?
    আমি কিন্তু পাঠক ব্লগার। লিখি কম, পড়ি বেসী। লগইনও ঠিকমত করি না…

    অ.টঃ আমার আলাদিনের প্রোপিক তো শো করে না। হেল্প মি…

    GD Star Rating
    loading...
  16. মিড ডে ডেজারট : ২৫-০৩-২০১৯ | ১৫:১৫ |

    মজার পোস্ট।

    ভেবেছিলাম, জাহিদ অনিক আছেন!

    নেই!

    GD Star Rating
    loading...
  17. নিতাই বাবু : ২৬-০৩-২০১৯ | ১:৪২ |

    ব্লগ আর ব্লগার নিয়ে ভালো লিখেছেন অনিক দাদা। তবে দাদা আমি কোনও প্রকারের ব্লগার এখনো হতে পারিনি বলে আমার মনে দুঃখ থেকেই গেল। দাদা, আমি অনেকের পোস্ট পড়ি সুযোগ আর সময় পেলে একখান মন্তব্যও জুড়ো দেই। এতে কোনরূপ কৃপণতা করি না। দুঃখ লাগে তখন, যখন দেখি মন্তব্য করে মন্তব্যের উত্তর নেই। আবার দুঃখ লাগে তখন, যখন দেখি আমি নিয়মিত আপনার পোস্ট পড়ে মন্তব্য করি বা দেই, কিন্তু আপনি আমার নগণ্য লেখার পোস্ট তো পড়েন-ই-না, পোস্টের দিকে একিটু ফিরে তাকান না। তখই মনটা খারাপ হয়ে যায় দাদা।

    ব্লগ আর ব্লগার নিয়ে আপনার পোস্টখার প্রশংসা করে অজস্র ধন্যবাদ জানাই।

    GD Star Rating
    loading...