পৃথিবীর প্রতিটি দেশেই সেই দেশের জাতীয় পশু, জাতীয় মাছ, জাতীয় পাখি ইত্যাদি প্রাণী নির্বাচন করা আছে।
আমাদের বাংলাদেশে যেমন আছে-
জাতীয় পশু – রয়েল ব্যাঙ্গল টাইগার।
জাতীয় মাছ – ইলিশ।
জাতীয় পাখি – দোয়েল।
জাতীয় স্তন্যপায়ী প্রাণী – শুশুক।
এই চারটি আলাদা-আলাদা ক্যাটাগরির জীবকে একসাথে বুঝানোর জন্য আমরা বলছি “জাতীয় প্রাণীসমূহ”।
প্রতিটি পর্বে ১০টি দেশের প্রাণীদের সাথে পরিচয় করিয়ে দিবো, সেই ধারাবাহিকতায় আজ আরো ১০টি দেশের প্রাণীদের হাজির করেছি। আসুন পরিচিতো হই তাদের সাথে।
৯১। New Caledonia
Kagu (এক ধরনের পাখি, নাম জানি না)
৯২। নিউজিল্যান্ড
কিউঈ পাখি (Kiwi )
৯৩। নাইজেরিয়া
ঈগল (Eagle)
৯৪। Nicaragua
Turquoise-browed Motmot (বাংলা নাম জানা নেই)
৯৫। নরওয়ে
চমরি গাই (Elk)
আসলে এক প্রকার বড় আকারের হরিণ
৯৬। পাকিস্তান
Markhor (বাংলা নাম জানা নেই)
খুব বেশি সম্ভব পাহাড়ি ছাগল
Chukar (বাংলা নাম জানা নেই)
শুশক (Indus River Dolphin) মিটাপানির ডলফিন
কুমির (Mugger Crocodile)
Mahasher (বাংলা নাম জানা নেই)
Bufo stomaticus (ব্যাঙ)
৯৭। প্যালেস্টাইন
Palestine Sunbird (বাংলা নাম জানা নেই)
৯৮। পানামা
ঈগল (Harpy Eagle)
৯৯। Papua New Guinea
Birds of Paradise (বাংলা নাম জানা নেই)
১০০। প্যারাগুয়ে Paraguay
শিয়াল (Pampas Fox)
তথ্য ও ছবি : সংগ্রহীত
loading...
loading...
সুন্দর———–
loading...
ধন্যবাদ
loading...
নাইজেরিয়ার ব্রাভো জাতির প্রতি আমার শ্রদ্ধা। পোস্টের অভিনন্দন দস্যু ভাই।
loading...
ধন্যবাদ।
ইগল অনেকগুলি দেশের জাতীয় প্রাণী। এই ১০টি দেশের মধ্যে ২টির।
loading...
loading...
অন্যান্য সব পোস্টের মত এবারও তার মর্যাদা ধরে রেখেছেন ছবি দা। অভিনন্দন।
loading...
আরে এগুলি সব নেট থেকে বেছে বেছে সুন্দর ছবি শেয়ার করা, ক্রেডিটের কিছু নাই।
loading...
আপনার এই সিরিজে আমি দেখেছি বাংলাদেশের জাতীয় পশুর সাথে বেশ কটি দেশের মিল রয়েছে।
অপেক্ষায় আছি ইলিশ মাছের সাথে কোনও দেশের মিল রয়েছে কি না!
loading...
আর বেশী অপেক্ষা করতে হবে না বস। ১৪ তম পর্বে এই সিরিজ শেষ হবে।
loading...
অ্যাট্রাক্টিভ পোস্ট রেগুলারিটি এন থিম।
loading...
এই সিরিজ শেষ হলে শুরু হবে নতুন আরেকটি সিরিজ।
loading...
কত শত ছবি আর কত অজানা তথ্য। সমৃদ্ধ হচ্ছি নিঃসন্দেহে।
loading...
আসলে এই সব তথ্য মনে রাখা যায় না, বরং শুধু জেনেই আনন্দ।
loading...
* শুভ কামনা নিরন্তর…
loading...
ভালো থাকবেন সব সময়।
loading...