যদি দেখি আসিয়াছে রোদ এক চিলতে—
আমার গন্ডদেশ আলোকিত করিতে
অবকাশ নেই ভাবনার রোদ আমায় ভালবাসিয়াছে—
চেয়ে দেখি অনতিদূরে প্রহর গুনিছে;
নিকষ কালো মেঘ, স্বপ্ন আমার গ্রাস করিতে
ক্ষণিকের প্রেম তখন উবে যায় নিমিষে।
রোদ আর মেঘ খেলা রচে যায় নিরন্তর
পূর্ণিমার আড়ালে অমানিশা চিরন্তর—
তুমি আছ; তুমি নেই, তুমি থাকিবেনা আর
তোমার মাঝে নয় বিরাজিত আমি; জীবন ধূসর।
রোদের আড়ালে মেঘ ম্রিয়মান, মেঘের আড়ালে রোদ
আমি তুমি তারই খেলার পুতুল, খেলে যায় সভাসদ!
আমার সাথে থাকে শুধু ছায়া; হয়ে আমার বর
মৃত্যু অবধি থাকে পাছে পাছে, জগতে সবই পর;
পারিনা হইতে আমি বিমোহিত ক্ষণিকের প্রেমে
জানি আমি ফিরে আসিতে হইবে এই ধরা ধামে শূন্য হাতে
আমার মাঝে আমি হই লীন; আত্মার মাঝে রচি বাসর
আমায় করিতে দুঃখী, সাধ্য আছে কার।।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
আপনার শব্দ ভাণ্ডার অসাধারণ সমৃদ্ধ। প্রতি কবিতায় অশেষ মুগ্ধতা। শুভ সকাল কবি।
loading...
* কৃতজ্ঞতা অশেষ…
loading...
মুগ্ধ মুগ্ধ এবং মুগ্ধ। নমষ্কার।
loading...
loading...
দারুণ কিছু দর্শনের মিশেলে অসাধারণ চিত্রকল্প!
মুগ্ধ হয়ে পড়েছি!
loading...
* অনেক ধন্যবাদ প্রিয় কবি…
loading...
রোদ আর মেঘ খেলা রচে যায় নিরন্তর
পূর্ণিমার আড়ালে অমানিশা চিরন্তর— সুন্দর
কবি দা———
loading...
* অনেক ধন্যবাদ প্রিয় কবি দা…
loading...