অভাব নাই

অভাব নাই ।। দাউদুল ইসলাম

আজকাল আমাদের
অনেক কিছুর অভাব নাই,
প্রথমত কোন নেতার অভাব নাই,
নেতার সাথে পাতি নেতা, চামচা-
দালালের অভাব নাই,
বড় বড় জ্বালাময়ী ভাষণ আর
গলাবাজির অভাব নাই
গাঁয়ে মানে না আপনি মোড়ল
ফতোয়াবাজের অভাব নাই,
ধর্মবাজের অভাব নাই
চোর বাটপারের অভাব নাই,
খুন -ধর্ষণ লুটতরাজের অভাব নাই,
অন্যায়কে উস্কে দাতার অভাব নাই,
সামনে এক পেছনের আরেক
কথা বলার দ্বিমুখী সাপের অভাব নাই,
অপমৃত্যুর অভাব নাই,
গুম,খুনে অভাব নাই,
দ্রব্যমূল্য বৃদ্ধি; ভেজাল দ্রব্যের অভাব নাই,
আছে বনখেকো, জনখেকো, গম ,চিনি, তেল, পেয়াজ খেকো
যোগ হয়েছে কয়লা খেকো, ময়লা খেকো
অভাব নাই
লাজ শরমের বালাই নাই
মানুষের কাছে মানুষের পরোয়া নাই
বেপরোয়া যান চালকের অভাব নাই
সড়ক দুর্ঘটনার অভাব নাই,
সে দুর্ঘটনার পক্ষে সাফাই গাইবার মতো
শাহজাহান খানের অভাব নাই!
আবার শাহজাহান খানের চামচারও অভাব নাই!!
অভাব নাই অপকর্মের,
অভাব নাই অপশিল্প-অপসংস্কৃতির
অভাব নাই অপশিক্ষার!
অভাব নাই শিশু মৃত্যুর!
অভাব নাই অপচিকিৎসার!
অভাব নাই জন্তু জানোয়ার
আর
হায়েনার থাবার
অভাব নাই মদ গাঁজা হেরোইন ইয়াবার!
অভাব নাই নেকাবের আড়ালে নগ্ন কারবার!
অভাব নাই অপবিচারের
আদালত, উচ্চ আদালত, পাড়া মহল্লার আচারের!
অভাব নাই অভাবের- মীরজাফরী স্বভাবের
আকামের অভাব নাই
চোর ডাকাত দুর্নীতিবাজ সুখের অভাব নাই তাদের
মানুষ মরিলেও চলছে তাদের রাজ!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ০টি) | ৪ জন মন্তব্যকারী

  1. আলমগীর সরকার লিটন : ৩১-০৭-২০১৮ | ১২:২৬ |

    সত্যিই কিন্তু

    অভাবের শেষ নাই-

    মৃত্যুতেও নাকি আছে-

    কি করবো তাহলে?  

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ৩১-০৭-২০১৮ | ১২:২৬ |

    গর্বের সাথে বলতে পারি … সব সম্ভব আর আছে'র দেশের বাসিন্দা আমরা।
    ডুয়াল স্পট। গ্রেট জব স্যার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  3. রিয়া রিয়া : ৩১-০৭-২০১৮ | ১৪:০৬ |

    এখানে তো কোন কিছুরই অভাব নাই দেখছি দাদা। নমষ্কার। Smile

    GD Star Rating
    loading...
  4. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ৩১-০৭-২০১৮ | ২২:১৯ |

    * সত্যি… অভাব নেই।

    GD Star Rating
    loading...