ঝুমঝুমান্তি বৃষ্টিনূপুর

ঝুমঝুমান্তি বৃষ্টিনূপুর

আজ রোদের ব্যালকনিতে মেঘের ছায়া
টিনের চালে ঝুমঝুমান্তি বৃষ্টিনূপুর
মনের চালে তুই

কালকেও রোদে ভিজেছি দুজন
ভিজেছি প্রেমে
আর প্রজাপতির ওড়া-উড়ি দুজনকে ঘিরে
আজ তুই মেঘের ওপারে
বৃষ্টি কাঁদছে
ডানা ভাঙা জলফরিং বুকের চাতালে

যেদিন খুব বেশী রোদ ওঠে
যেদিন ঘামে চপচপ
যেদিন গরমে ভাপ ওঠে
আমি তোর কথা ভাবি
ঠাণ্ডায় ছেয়ে যায় ভেতর

যেদিন খুব বেশী শীত পড়ে
যেদিন ঠাণ্ডায় কুঁকড়ে থাকি
যেদিন লেপ মানে না শীত
আমি তোর কথা ভাবি
গরম অনুভব বুকের ভেতর

যেদিন ঝুমঝুমান্তি বৃষ্টি নামে
যেদিন মাঠ ঘাট রাস্তা জলে থৈ থৈ
যেদিন বৃষ্টি আর থামতেই চায় না
আমি তোর কথা ভাবি
যেন ভিজছি দুজন বৃষ্টি-বিলাসে

আজ সকাল থেকেই আকাশে মেঘ
আজ খুব বৃষ্টি ঝরছে রে
আয় নাচি বৃষ্টিনূপুরের ছন্দে ছন্দে
প্রজাপতি ডানা মেলে,
আয় ভিজি সেই সেদিনের মত
হাতে হাত রেখে
ঠোঁটে ঠোঁট রেখে
ঝুমঝুমান্তি বৃষ্টিতে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৮-০৭-২০১৮ | ৮:২৮ |

    ঝুমঝুমান্তি বৃষ্টিতে মন আনন্দে নেচে উঠে প্রিয় নির্বাসনের মানুষ। মনের সাথে মিলিয়ে খুশি হলাম। দারুণ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. রিয়া রিয়া : ২৮-০৭-২০১৮ | ১২:৪৪ |

    বৃষ্টির শব্দ যেন শুনতে পাই জীবন বাবু।  Smile

    GD Star Rating
    loading...