ছায়া ৩

ছায়া ৩

বেরিয়ে অবাক। মা শুয়ে আছে মেঝেতে। বউ রাখী আরেকদিকে। কি হলো? মা’র শরীর খারাপ? কিন্তু একি সিঁড়ি দিয়ে পিলপিল করে এত লোক উঠে আসছে কেন? মুহূর্তে বারান্দাটা ভর্তি হয়ে সুজনের চোখের আড়ালে চলে গেল মা আর রাখী। ব্যস্ত হয়ে সামনে এগিয়ে গেল সে। ভীড় ঠেলে এগোতে গিয়ে আরও বিরক্ত হলো সে। লোকগুলো সবই তার পাড়ার। সবাই চেনা। কিন্তু এখন ওকে কেউ সামনে এগোতে দিচ্ছে না কেন? এমন শক্ত এঁটুলির মত দাঁড়িয়ে আছে সবাই যে কাউকে সরিয়ে এগোতেও পারছে না সে।

তার দিকে তাকাচ্ছে না কেউ। সবাই সামনের দিকে তাকিয়ে নিজেদের মধ্যে কথা বলছে। হঠাৎ কে যেন জোরে কেঁদে উঠলো। কি হয়েছে বোঝার জন্যে মরীয়া হয়ে সামনের দিকে উঁকি দিল ও। আরে! মেঝেতে স্ট্রেচারের মত কিসে কে যেন শুয়ে আছে না? কে রে বাবা! তার বাড়ীতে তো আর কেউ নেই। রাখীর বাচ্চাকাচ্চাও হয় নি। তাহলে! কার কি হলো!

লোকগুলো কলকল করছে নিজেদের মধ্যেই। কে কার কথা শুনছে কে জানে!
– কি করে হলো?
– আরে বাস থেকে নামতে গিয়ে।
– পেছনের টায়ারে…
– এত তাড়াহুড়ো করে কেউ…
– ইস্ ফ্যামিলিটা ভেসে…

বারান্দার রেলিং এর পাশে একফালি জায়গা দিয়ে কোনোরকমে সামনে এগিয়ে এল সে। ঝুঁকে পড়ে সামনের দিকে তাকাল। আর তাকিয়েই মাথা ঝনঝন করে উঠলো তার। স্ট্রেচারের মত একটা কিছুতে ও কে শুয়ে আছে! চোখ বোজা। মাথার ডানদিকে একটা কাপড় দিয়ে ঢাকা, যেটা রক্তে ভেজা পরিস্কার বোঝা যাচ্ছে। কিন্তু… কিন্তু…

বজ্রাহত হয়ে সে দেখলো যে শুয়ে আছে সে সুজনের মতই হুবহু দেখতে।

অবাক হয়ে খেয়াল করল নিজেকে তুলোর চেয়েও হালকা লাগছে তার।

(শেষ)

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৯-০৭-২০১৮ | ১১:০১ |

    ধন্যবাদ প্রিয় কবি সৌমিত্র। তোমার লিখন অনেক ভালো নিঃসন্দেহে। ছায়া অণুগল্পটি পাঠক মনে ঠাঁই পেতে না পেতেই সমাপ্ত হয়ে গেলো … এটা তোমাকে মানতে হবে। Smile

    GD Star Rating
    loading...
  2. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ২৯-০৭-২০১৮ | ২০:১১ |

    * চমৎকার পরিসমাপ্তি…

    ধন্যবাদ প্রিয়।

    GD Star Rating
    loading...