লড়াকু জীবন
যাপিত সময় আমার চোখে আষাঢ়
মলিন রং বে রঙের মেঘ বুকের মাঝে,
আর দিগন্তর হৃদয় জুড়ে শুধুই কাদামাটি।
তোমার ইচ্ছের ঘোড়া চাঁদের আলোয়
শুধুই অলি কিংবা গলি খোঁজে বৈরী শহরে,
তবুও বিহঙ্গের তুলনায় ভুল হয়ে যায় অগোছালো জীবনে।
কাঁচের চুড়ি ভাঙ্গে যাবে জেনেও
সখ করে সাজ সজ্জা স্বপ্নের মায়াজালের জন্য।
ধারনা থেকে বাইরে বেরোতে পারিনা
বলেই সূঁই সূঁতায় সেলাই করি হৃদয়ের ক্ষত,
ভালোবাসি বলেই ভুলতে পারি না
অক্ষমতার কিংবা ক্ষমতার ওলট পালট,
দুপুর বেলা ঘুম আর আসে না, অস্বস্তির
খেলা ঘরের পুতুল গুলো ময়লা জামা
পরে বাক্স বন্ধী অনেক দিন থেকেই।
তবুও আমি সময়ের প্রাচীর ভেঙে উঠে দাঁড়াই
জটায়ু মত নিজেকে বির্সজন দিতে।
__________
১৩/০৭/২০১৮
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
সত্যই বলেছেন কবি। আমাদের লড়াকু জীবন। জীবন এবং জীবিকা এই দুটোই হচ্ছে নৈমিত্তিক যুদ্ধ জয়ের সংগ্রাম। কখনও জিত কখনও শব্দযোগের পরাজয়।
loading...
পরে বাক্স বন্ধী অনেক দিন থেকেই।
তবুও আমি সময়ের প্রাচীর ভেঙে উঠে দাঁড়াই
জটায়ু মত নিজেকে বির্সজন দিতে।
* মুগ্ধতা রেখে গেলাম কবি।
loading...
সুন্দর লেখা মন দা। আপনাকে উত্তর দিতে দেখেছি। ভাল লেগেছে আমার। আশা করবো ভাল ছিলেন। ভাল থাকুন এটাই কামনা করি দাদা।
loading...
"তবুও আমি সময়ের প্রাচীর ভেঙে উঠে দাঁড়াই
জটায়ু মত নিজেকে বির্সজন দিতে। "
অপুর্ব!!! শুভেচ্ছা প্রিয় খেয়ালী কবি

loading...