পরব পর্বের মাহেন্দ্রক্ষণে
তেওহারের দিনটা গুটি গুটি পায়ে এগিয়ে আসছে –
তিন ছেলে তিন মেয়ের ছন্নছাড়া আধাবসতে
শামীমার মুখের কোঁচকানো দাগগুলো
গাঢ় হতে হতে লুপ্ত আটলান্টিসের তলায়,
ছ টা নতুন জামা, সিমুই, দরিদ্রদান …!
মাথার অন্তরমহলে কালো মেঘ ঘনায়
চোখের সামনে কালো মেঘ ঘনায়।
প্রায় আটদিন ভাতের সফেদ চেহারা
অদেখা ছেঁড়াফাটা কুঁড়ের সাত বাসিন্দার,
সারারাত ভাঙা দরজায় ঠেস দিয়ে
বাইরের খুটখাট কিলবিল আওয়াজ
রোখার প্রাণপণ চেষ্টায় হাড় কখানা
চামড়া ফুঁড়ে বেরিয়ে আসতে চায়,
কন্ঠায় গড়ে উঠেছে প্রাকৃত শিলায়
নতুন হিমালয়ের অনাবিষ্কৃত শৃঙ্গ,
একদিন শামীমাও সুন্দরী ছিলো।
নাগরিক তালিকা, গরীব গম, একশো দিনের কাজ
সবই অধরা এই খর প্রাত্যহিকতায়,
অঙ্গজাত ভার সারাক্ষণ স্টেশনের আশেপাশে
জুতো পালিশের সরঞ্জামও ধারে অমিল, অতএব …
তেওহারের দিন রাত তাকে তাড়া করে ফেরে –
চারপাশের সুঘ্রাণ তাকে তাড়া করে ফেরে –
অজু করে শামীমা,
নমাজের সময় হলো …
ইফতারের সময় হলো,
পুকুরপাড়ের বিনেপয়সার
কলমিসেদ্ধ ফুটছে হাঁড়িতে।
loading...
loading...
দারুণ লিখেছেন সৌমিত্র দাদা। ধন্যবাদের সাথে শুভকামনাও রইল।
loading...
আনন্দিত হলাম নিতাই দা। ধন্যবাদ।
loading...
বেশ ভালো লিখেছো প্রিয় কবি প্রিয় সৌমিত্র।
loading...
ধন্যবাদ প্রিয় বড় ভাই। ভালো থেকো।
loading...
খুব সুন্দর।
loading...
ধন্যবাদ শাকিলা তুবা।
loading...
তেওহারের দিন রাত তাকে তাড়া করে ফেরে –
চারপাশের সুঘ্রাণ তাকে তাড়া করে ফেরে –
* বিমুগ্ধ…
loading...
ধন্যবাদ কবি।
loading...
চামড়া ফুঁড়ে বেরিয়ে আসতে চায়,
কন্ঠায় গড়ে উঠেছে প্রাকৃত শিলায়———অনবদ্য ভাবনার প্রকাশ কবি দা
loading...
ধন্যবাদ কবি আলমগীর সরকার লিটন।
loading...
মুগ্ধ হয়ে পড়লাম।
দারুণ চিত্রকল্প; মন ছুঁয়ে গেলো।
loading...
খুশি হলাম।
loading...