ফুলের নাম: মাধবীলতা

ফুলের নাম : মাধবীলতা

আমরা অনেকেই মধুমঞ্জরী ফুলকে ভুল করে মাধবীলতা নামে চিনি। মধুমঞ্জরীই মাধবীলতা নামে বেশী পরিচিত।


মধুমঞ্জরী

অথচ দুটি আসলে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন ফুল। আমি মোটামুটি নিশ্চিত আমাদের মধ্যে গড়ে ৮০% লোক এই আসল মাধবীলতা ফুল কখনো দেখিনি। বাংলাদেশে মাধবীলতা বেশ রেয়ার হয়ে গেছে। তাই নামে চিনলেও একে দেখার সুযোগ খুব কম লোকেরই হয়েছে।

মাধবীলতা ফুল ফোটার সময় বসন্ত ও গ্রীষ্ম ঋতু হলেও কখনো কখনো বর্ষা পর্যন্ত ফোটে। তবে সমস্যা হচ্ছে ফুল ফোটা শুরু হলে খুব অল্প দিনের মধ্যেই সমস্ত ফুল ফুটে যায়। ফলে ফুল দেখার সুযোগ কমে যায়।

মাধবীলতার অন্যান্য নাম : মণ্ডপ, কামী, পুষ্পেন্দ্র, অভীষ্টগন্ধক, অতিমুক্ত, বিমুক্ত, কামুক, ভ্রমরোৎসব ইত্যাদি।
ইংরেজি ও কমন নাম : Hiptage
বৈজ্ঞানিক নাম : Hiptage benghalensis

নাম থেকেই বুঝা যায় মাধবী লতানো গাছ, মূলত বৃক্ষারোহী লতানো গাছ, অন্য বড় কোন গাছকে আশ্রয় করে ছড়িয়ে পরে। মাধবীলতা দীর্ঘজীবী গাছ। অনেক বছরের পুরনো গাছ তখন বেশ কাষ্ঠল মোটা হয়ে উঠে। গাছে কোন কাটা থাকে না।

মাধবীর ফুল গুচ্ছবদ্ধ ও বিন্যাস সুসংবদ্ধ। মুকুলগুলো সূক্ষ্ম রোমে ভরা।
ফুল সাদা রঙের, পাঁচটি পাপড়ি এবং তার মধ্যে পঞ্চম পাপড়িটির গোড়ার দিক হলদেটে।
মাধবীলতা ফুল সুগন্ধযুক্ত।

ফুল থেকে ফল হয়, বীজ থাকে ২/৩টি এবং তা রোমশ। ফল দেখতে বেশ সুন্দর মনে হয় ভিন্ন আরেকটি ফুল।
গাছের পাতা বিপরীতমুখী, আয়তকার, বোঁটার দিক থেকে আগা ক্রমশ সরু, সাধারণত ৪ থেকে ৬ ইঞ্চি লম্বা হয়। অনেকটা চাঁপা ফুলের পাতার মতো।

মাধবী অযত্নেও বাড়ে, বীজ থেকে চারা হয়, ডাল কেটে মাটিতে পুঁতে রাখলেও চারা পাওয়া যায়।

মাধবীলতা গাছ বেশ কম দেখা যায়। দেখতে চাই যেতে পারেন রমনা পার্কে, আর আছে মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে।

তথ্য সূত্র : বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহীত ও পরিমার্জিত। তথ্যে কোন ভুল থাকলে জানানোর অনুরোধ রইলো।
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : রমনা পার্ক, ঢাকা।
ছবি তোলার তারিখ : ২৭/০২/২০১৮ ইং

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১২ টি মন্তব্য (লেখকের ৬টি) | ৫ জন মন্তব্যকারী

  1. নিতাই বাবু : ১০-১১-২০১৮ | ১৪:০৫ |

    নাম শুনেছি অনেক! কখনো স্বচক্ষে দেখার ভাগ্য হয়নি। তবে আপনার পোস্ট থেকে এই মাধবি লতা ফুল সম্বন্ধে বেশকিছু তথ্য জানা হলো।

    GD Star Rating
    loading...
    • মরুভূমির জলদস্যু : ১০-১১-২০১৮ | ২৩:১৭ |

      জ্বী, আমি চেষ্টা করেছি যথেষ্ট পরিমান সঠিক তথ্য দিতে।

      GD Star Rating
      loading...
  2. মুরুব্বী : ১০-১১-২০১৮ | ১৪:১৭ |

    মাধবীলতা গো আজ তুমি
    আছ ফুলের স্বপন সুখে
    একদিন যবে ফুল ঝরে যাবে
    লুটাবে ধূলির বুকে।

    খেয়ালী প্রেমের খেলা বোঝা দায়,
    কখনো হাসায় কখনো কাঁদায়
    মুক হয়ে যায় কারও মুখরতা,
    কারও মুখে জাগে বাণী
    ভালোবাসা মোরে ভিখারি করেছে
    তোমারে করেছে রাণী। 

    youtube.com/watch?v=Cxbkendjchk

    GD Star Rating
    loading...
  3. রিয়া রিয়া : ১০-১১-২০১৮ | ২০:১৯ |

    এই পোস্টটি আমার ভীষণ পছন্দ হয়েছে ছবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  4. সৌমিত্র চক্রবর্তী : ১০-১১-২০১৮ | ২৩:০৬ |

    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  5. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ১১-১১-২০১৮ | ২:২৫ |

    * দেখেছি বহুবার, কিন্তু আজ  ক্যামরার আলোয় দেখে নিলাম আবার… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...