ঘুমন্ত যাত্রী আমি এই মহাবিশ্ব যানে!
একটু পরেই নামবে তোমারা সামনের ঐ স্টেশনে।।
দুচোখ আমার বাড়ী ফেরার স্বপ্নে ভরা!
জাগাও আমায় জেগে আছো তোমরা যারা।।
নইলে রয়ে যাবো আমি এই মহাবিশ্ব-যানে!
হয়তো হারিয়ে যাবো কোনও এক নিস্তব্ধ অজানার পানে।।
হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে
ফিরবো আবার এ পথেই!
হয়তো বাড়ি ফেরার স্বপ্ন আমার
রয়ে যাবে শুধু স্বপ্নেই!
উঠবে কতো নতুন যাত্রী!
হবে কতো নতুন মৈত্রী!
রেযোয়ান আর সাবিত্রী!
ছেড়ে যাবে অনেকেই ধরিত্রী!
শুধু রয়ে যাবো আমি ঘুমন্ত এক যাত্রী।।
হয়নি যখন সৃষ্টি বায়বীয়-তরল-কঠিন!
হয়নি সৃষ্টি কিছুই বাঁধেনি জমাট
ছিল শুধুই শূন্য – মহাশূন্য চারিধার।।
আবার শূন্যতার আগেও যে ছিল আঁধার!
সে আধাঁরেরও আগে!
সেই যে সময় শুরু হওয়ার আগে থেকে!
চলেছি শুধুই ঘুমিয়ে থেকে।।
মহাজগৎ ঘুরে ঘুরে!
জন্ম-মৃত্যুর স্টেশন পেরিয়ে!
শুরু আর শেষের বৃত্ত ভেঙ্গে!
বৃত্তের বাহিরের বৃত্ত ছাড়িয়ে!
জন্ম থেকে জন্মান্তরে!
চক্র থেকে চক্রান্তরে!
যাত্রার মাত্রায় সিক্ত আমি ঘুমন্ত এক যাত্রী।।
সহস্র জীবন ধরে ধাবমান এ যাত্রা শেষ করে!
ফিরে যেতে চাই আমার অস্তিত্বের উৎস-মন্দিরে।।
দুচোখ আমার বাড়ী ফেরার স্বপ্নে ভরা!
জাগাও আমায় জেগে আছো তোমরা যারা।।
loading...
loading...
আমার মননে অথবা মেধায় কোথায় যেন জানিনা … শিশুতোষ সাহিত্যের শব্দ-কথনের প্রতি বিশেষ দুর্বলতা আর ছন্দ বোধনের খেলায় ব্যাপক আগ্রহ বিরাজ করে। আমি আপ্লুত হই। কৈশোর আগ্রহ নিয়ে চক্ষু যুগলে ফেভিকল লেপ্টে রাখি। উপরন্তু ফিকশন ফিউশন হলে তো কথাই নেই। আছি তো আছি ই। ___ প্রযোজ্য হলো কিনা জানি না; তবে মন্তব্যটি আমি ফেলে আসা কৈশোরিক তাড়নায় লিখলাম মি. ইলহাম।
loading...
প্রিয় শ্রদ্ধাস্পদেষু, আপনার আন্তরিক এবং বিশ্লেষনাত্বক মন্তব্যে আমি দারুণ ভাবে উৎসাহিত!
loading...
আপনার প্রিয় শ্রদ্ধাস্পদেষুর সাথে আমিও আছি ইলহাম দা। আগে বলুন লেখাটা কিভাবে নেব? 'শুধু রয়ে যাবো আমি ঘুমন্ত এক যাত্রী' কথাটি লিখে বেদনা বোধ কেন আনলেন? উত্তর চাই।
loading...
গতো ৫ জুলাই সকাল থেকে আজ ৯ জুলাই বিকেল ৫টা পর্যন্ত ট্যুরে ছিলাম এবং আজ দেখলাম ৪৫টা লেখা আমি মিস করেছি। আশা করছি আজকের বাকি সময় এবং আগামীকালের মধ্যে সব লেখায় টাচ করতে পারবো ইনশা আল্লাহ।
প্রিয় কবি এবং লেখক রিয়া – আপনি একটি উত্তর জানতে চেয়েছিলেন।
'শুধু রয়ে যাবো আমি ঘুমন্ত এক যাত্রী' কথাটি লিখে বেদনা বোধ কেন আনলেন?
আসলে অনেক সময় নিজেকে নিঃসঙ্গ বা বড় একা মনে হয় তাই ঐ লাইনটি লিখেছিলাম।
আমি দেখলাম শুধু আমার বেলায়ই এটা হয় না বরং অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে।
একটি গান শুনেছেন " আমি একা – বড় একা……"
অথবা, "কেনো এই নিঃসংগতা………আমাকে ঘিরে……"
বিলম্বে উত্তর দেয়াতে আন্তরিকভাবে দুঃখিত।
loading...
না ঠিক আছে উত্তর দিতে আমারও দেরি হয়। ওকে।
loading...
দুচোখ আমার বাড়ী ফেরার স্বপ্নে ভরা!



জাগাও আমায় জেগে আছো তোমরা যারা।।
কবির আহবানে, মুগ্ধ,,,,,,,,,

,,,,,,,
loading...
কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি!
loading...
অশেষ মুগ্ধতা প্রিয় কবি । অভিনন্দন ।
loading...
আমি অনুপ্রাণিত আপনার আন্তরিক মন্তব্য পেয়ে।
কৃতজ্ঞতা জানবেন প্রিয় রত্না রশীদ ব্যানার্জী।
loading...
দুচোখ আমার বাড়ী ফেরার স্বপ্নে ভরা!
জাগাও আমায় জেগে আছো তোমরা যারা।
ছন্দে ছন্দে দারুণ কাব্যরচনা। ধন্যবাদ প্রিয় কবি ইলহাম।
loading...
কৃতজ্ঞতা জানবেন প্রিয় সাইদুর রহমান১ ভাই।
অশেষ শুভকামনা ও শুভেচ্ছা রইলো।
loading...