দুটি কবিতা: ঘুমতালিকার দ্বিতীয় বোতাম এবং ছায়াপেশী

ঘুমতালিকার দ্বিতীয় বোতাম

প্রথমটি খসে পড়েছে অনেক আগেই। আমি যখন তৃতীয় বোতামটি
তালাশ করছিলাম, তখনই দুচোখ জুড়ে নেমেছিল বৃষ্টিঘুম। বেশ দীর্ঘ
হয়েছিল রাততালিকা। আর এই গ্রীষ্মাকাশে তারা উড়াবে বলে, ক’টি
পাখি আমার সাথে ধরেছিল বাজি। হারা-জেতার ভয় না করেই।
রাত মানেই ঘুম। ঘুম মানেই রাত। এই বিনম্র শর্তাবলি অস্বীকার করে
আমি পাখিদের সাথে জুয়া খেলতে বসেছিলাম। খুঁজেছিলাম, অস্তগামী
ভোরের বিবরণ। আবার দেখা হবে বলে যে গোলাপ বাগান থেকে
বিদায় নিয়েছিল- তার ছায়ামূর্তি। আমার একবারও মনে পড়েনি-;
দ্বিতীয় যে বোতামটি আমার বুক থেকে খসে পড়েছিল, মূলতঃ তা
ছিল একটি পাথরদানা। তুমি যাকে বিদ্রূপ করে বলতে- ‘প্রেম’।
_________________

ছায়াপেশী

মহান পেশীর ভেতর ডুবে আছে চিতা
চিতার মাঝে হাসছে ফুল,
না- আমি ভুল বলছি না
ভুল করে ওই ছায়াপেশী ঢুকে পড়ছে আরেকটি
পেশীর ভেতর।
কামনার ঘোর চোখে যে আগুন জল’কে পোড়ায়,
আমি তার মাঝেই খুঁজে ফিরি তোমার ভগ্নস্বর।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৭ টি মন্তব্য (লেখকের ০টি) | ৭ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৩-০৭-২০১৮ | ১০:২০ |

    একই পোস্টে দুটো কবিতা। দুটোই স্বতন্ত্র ঘরানার। অভিনন্দন প্রিয় ইলিয়াস ভাই। 

    GD Star Rating
    loading...
  2. রিয়া রিয়া : ০৩-০৭-২০১৮ | ১৪:০৬ |

    সুন্দর।

    GD Star Rating
    loading...
  3. সাইদুর রহমান১ : ০৩-০৭-২০১৮ | ১৬:৪৩ |

    একই সাথে দু’টি কাব্য লিখলেও যথেষ্ট স্বতন্ত্র্য তৈরি করার ক্ষেত্রে আপনার জুড়ি নেই।

    GD Star Rating
    loading...
  4. সুমন আহমেদ : ০২-০৭-২০১৯ | ১৩:৪৫ |

    শুভেচ্ছা কবি ফকির ইলিয়াস ভাই। 

    GD Star Rating
    loading...
  5. সৌমিত্র চক্রবর্তী : ০২-০৭-২০১৯ | ১৪:১৭ |

    দুটি কবিতায় ভালোবাসা প্রিয় ইলিয়াস ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
  6. আবু সাঈদ আহমেদ : ০২-০৭-২০১৯ | ১৫:০৬ |

    শুভেচ্ছা ফকির ইলিয়াস ভাই। 

    GD Star Rating
    loading...
  7. শাকিলা তুবা : ০২-০৭-২০১৯ | ২১:১০ |

    ভালো কবিতা। 

    GD Star Rating
    loading...