একা

একা

রাত নিঃসঙ্গ হতেই একা হয়েছিলো চাঁদ
মনে নিঃসঙ্গতা আসতেই কবিতায় হাহাকার
একাকিত্বের আকাশে চাঁদ হেসেছিলো কবে?
অমাবস্যার আঁধারে মাঝে মাঝে মিটিমিটি আশার জোনাক;

বড্ড গুমোট ছিলো সে রাত
দমবন্ধ আর মনবন্ধ
নিঃশব্দতা চিড়ে নি কোন রাতপাখি
গুধু তোর প্রস্থানের আকাশ ফাটা গর্জনে বধির হয়েছিলা আমি;

সেও তো অনেক দিন,
তারপর আর কোন শব্দ শুনি নি;

আজ অনেক দিন পর কেন জানি হঠাত প্রস্থানের শব্দে কানে তালা লাগলো আবার,
দমবন্ধ না হলেও বুকের কোথায় জানি হাহাকার;

আসলে তুই, আমি, সে, আমরা সবাই এক অসহায় একাকিত্বে;
কখনো সূর্যোদয়ে
কখনো দুপুর রোদে
কখনো হেলানো বিকালে
কখনো বা নিঃসঙ্গ রাতে;

কেও কেও হাত ধরলেই মন আদর
কেও শরীর ছানলেও বিরক্তি
আসলে স্পর্শে মন অনুভব,
বড্ড আদরে হাত ধরে ছিলি
মন ছুঁয়েছিলো মনে;

একদিন ঠিক দেখিস বরফ শরীরে রোদের ওম মাখব
একদিন রাত হবে ভোর
তারপর না হয় ঠোঁট ছোঁবে ঠোঁট,

অমাবস্যা রাতে হঠাত চাঁদ দেখলে চমকে উঠিস না সেদিন
আমরা নিশ্চয়ই কোন এক একাকিত্ব রাতে হাত ধরব
তারপর পায়ে পায়ে হেটে যাব বহু বহুদূর, রাত থেকে ভোর
যতসব স্বপ্ন দেখেছিলাম সাগর, নদী, বন আর পাহাড় ডিঙানোর।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৮ টি মন্তব্য (লেখকের ৪টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৪-১০-২০১৮ | ২১:৫৬ |

    আজ অনেক দিন পর কেন জানি হঠাত প্রস্থানের শব্দে কানে তালা লাগলো আবার,
    দমবন্ধ না হলেও বুকের কোথায় জানি হাহাকার; ___ এখানেই আমাদের একাকীত্ব। Smile

    GD Star Rating
    loading...
    • যাযাবর জীবন : ০৭-১০-২০১৮ | ১:১৮ |

      জী ভাই 
      একাকীত্ব শুধুই নিজের 

      যার যার একার

       

       

      GD Star Rating
      loading...
  2. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ০৪-১০-২০১৮ | ২২:১৭ |

    * আপনার কবিতায় একটা দর্শন থাকেই…

    শুভরাত্রি।

    GD Star Rating
    loading...
    • যাযাবর জীবন : ০৭-১০-২০১৮ | ১:১৯ |

      ধন্যবাদ হুসাইন ভাই

       

       

      GD Star Rating
      loading...
  3. রিয়া রিয়া : ০৪-১০-২০১৮ | ২২:৪১ |

    আপনার লেখা বরাবরই অসাধারণ জীবন দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  4. সৌমিত্র চক্রবর্তী : ০৪-১০-২০১৮ | ২৩:০৫ |

    অমাবস্যার আঁধারে মাঝে মাঝে মিটিমিটি আশার জোনাক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...