অবহেলিত মন
ছিলাম একা দিলে দেখা
জোনাকিরই মতন
মনটা আমার আজও অবহেলিত
নিলেনা তুমি যতন।
তোমায় নিয়ে ভাবি কত
লিখেছি কবিতা হাজার শত
তবুও তোমার মনের মাঝে
হলোনা এতটুকু ঠাঁই
তোমার প্রেমের পূজারী এ মন
শুধু তোমাকেই চাই।
জানিনা আমি কিভাবে তোমায়
বেসেছি এত ভালো
তাইতো তুমি আমায় নিয়ে
পাষাণীর খেলা খেলো।
মনটা তোমার এতটা কঠিন
ছিলনা জানা আমার
তোমায় নিয়ে স্বপ্ন দেখেছি
বাঁধতে চেয়েছি ঘর।
অবহেলিত মনটা আমার
পাবে কী কভু আলো
পারবে কী তুমি করতে আপন
বাসতে আমায় ভালো।
উত্তর খুঁজে পাইনি আজও
তোমায় পাওয়ার তরে
পাশাপাশি রইলেও দুজন
মনের থেকে অনেক দূরে।।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
"তোমায় নিয়ে ভাবি কত … লিখেছি কবিতা হাজার শত
তবুও তোমার মনের মাঝে; হলোনা এতটুকু ঠাঁই
তোমার প্রেমের পূজারী এ মন, শুধু তোমাকেই চাই।"
মনটা হালকা বোধ হলো ঠিকই তবে নস্টালজিক হলাম। এমন ভাবনার বয়স আমারও ছিলো। সময়ের ত্রিভাগে দাঁড়িয়ে জীবনের পিছু সময়কে বেশী মনে পড়ে। ধন্যবাদ।
loading...
বয়সই হয়তো বড় কবি
loading...
loading...
এমন লেখা দিয়েই হাতে খড়ি ছিল আমার। খুব যত্ন নিয়ে লিখতাম এক সময়। লিখতেও মজা পড়তেও মজা। খুশি হলাম রবিউল ইসলাম দাদা। অভিনন্দন জানুন।
loading...
স্বাগতম আপনাকে
loading...
অসাধারণ কাব্যশৈলী। ফাইভ স্টার দিলাম।
loading...
ধন্যবাদ আপনাকে
loading...