পরমধন্যা
জল দাও আমায় জল দাও—
তৃষ্ণার্ত মনে সন্তর্পণে চোখ
রেখে মিটিয়েছি সাময়িক ক্ষুধা,
জোৎস্না শিবিরে ধংসস্তূপে
পড়ে থাকা অগণিত কথামালা।
বিশ্বাস মেনেছি চরিত্রহীনতায়,
লুকায়িত লোলুপ বাসনার জাল।
দাবী রাখে প্রাণদানে, তুচ্ছ সে
অজুহাত আত্মসমর্থনের প্রচেষ্টা।
স্রষ্টা যিনি তাঁর পদস্পর্শে ধন্য
জীবন তাকে কেবা দাবী রাখে
ভন্ডামির মুখোশে আবৃত মনন !
পরমধন্যা নতজানু হয় আশীর্বাদে
চাঁদের ত্রহ্যস্পর্শের অবসানে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
পরমধন্যা জোৎস্না শিবিরে ধংসস্তূপে পড়ে থাকা অগণিত কথামালা পরম যত্নে পড়লাম প্রিয় কবিবন্ধু। আপনার লিখার স্টাইল আমার কাছে দারুণ লাগে। সুন্দর।
loading...
ক্ষুধা নিভৃতে চমৎকার আকুতি। দারুণ লাগলো কাব্যটি।
loading...
বাহ্ কবি দি ভাই। খুউবি ভাল হয়ে লেখা হয়েছে। মুগ্ধতা
loading...