ঝটিকা সফরে নারায়ণগঞ্জ - T Hossain House

গত বছর ২০১৭ সালের ডিসেম্বর মাসের ২৪ তারিখে গিয়েছিলাম নারায়ণগঞ্জ সফরে। সদস্য আমরা এক পরিবারের চারজন। উদ্দেশ্য ছিল নারায়ণগঞ্জের কিছু প্রাচীন ও দর্শনীয় স্থান ঘুরে দেখা। সেই উদ্দেশ্যে আমরা সকাল সকাল বেরিয়ে যাই বাড়ি থেকে। বাড্ডা থেকে আসমানী পরিবহনের বাসে ১ ঘন্টায় চলে আসি মদনপুর চৌরাস্তায়। রাস্তা পার হয়ে সকালের নাস্তা করে নিয়ে একটা সি.এন.জি অটোরিক্সা রিজার্ভ করি ৩০০ টাকায় গোটা আটেক স্থানে যাবো বলে।

প্রথম লক্ষ্য ছিল বন্দর মসজিদ বলে একটি পুরনো ৩ গম্বুজ মজিদ দেখার। কিন্তু সেটি খুঁজে বের করতে না পেরে চলে যাই কাছাকাছি থাকা ১নং ঢাকেশ্বরী দেব মন্দিরে। মন্দিরটি দেখে আমরা চলে আসি নারায়ণগঞ্জের নবীগঞ্জে অবস্থিত T Hossain House এর সামনে। বাড়িটি সম্পর্কে আমি তেমন কিছুই জানি না। Save the Heritages of Bangladesh এর এ্যাডমিন Sazzadur Rasheed স্যার প্রথম আমাকে এই বাড়িটির কথা জানিয়েছিলেন কিছুদিন আগে। স্যার যতদূর জানিয়েছেন T Hossain সাহেব নারায়ণগঞ্জ পৌরসভার কমিশনার ছিলেন।

এখানে তারই কিছু ছবি রইলো।


আমার বড় কন্যা সাইয়ারা সোহেন


বড় কন্যা সাইয়ারা সোহেন ও ছোট কন্যা নুয়াইরা সোহেন

জিপিএস কোঅর্ডিনেশন : 23°37’54.0″N 90°31’32.9″E

পথের হদিস : ঢাকা থেকে বাসে মদনপুর, মদনপুর থেকে শেয়ার সিএনজি বা ইজি বাইকে নবীগঞ্জে অবস্থিত T Hossain House এর সামনে। তাছাড়া বাস বা ট্রেনে নারায়ণগঞ্জ গিয়ে নৌকায় নদী পার হয়ে রিকসা নিয়ে চলে আসা যায় এখানে।

ঘোষণা : নারায়ণগঞ্জ ভ্রমণের এই সিরিজটি কয়েকটি পর্বে দেখানো হবে। প্রতিটি পর্বে এক একটি প্রাচীন স্থাপত্য বা দর্শনীয় স্থানের ছবি দেখাবো। সিরিজটি আরো বেশ কয়েকদিন আগে থেকে শুরু করা হয়েছে বিদায় এখানে পুরনো পর্বগুলি (যা অন্য স্থানে প্রকাশিত হয়েছে পূর্বেই) থেকেই শুরু করা হয়েছে। অনেকেই হয়তো এই পর্বগুলি আগে দেখে থাকবেন। বিরক্তির কারণ হলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।

বি.দ্র. : এই লেখাটি ফেইসবুকে দেখে জনাব T Hossain এর নাতী আমার সাথে যোগাযোগ করেন এবং বেশ কিছু তথ্য দেন বাড়িটি সম্পর্কে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ২টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১০-০৬-২০১৮ | ১৮:২৯ |

    অসাধারণ ছবি পোস্ট। বর্ণনার কারণে আপনার সাথেও আমি ঘুরি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
    • মরুভূমির জলদস্যু : ১১-০৬-২০১৮ | ০:১২ |

      চেষ্টা করি যটুকু দেখি তার সবটাই ছবিতে দেখাতে। বর্ননা থাকে সামান্যই।

      GD Star Rating
      loading...
  2. রিয়া রিয়া : ১০-০৬-২০১৮ | ২০:০৯ |

    ছবি তো দেখলামই। সবচে বেশী দেখলাম বড় কন্যা সাইয়ারা সোহেন ও ছোট কন্যা নুয়াইরা সোহেন'কে। ঈশ্বর ওদেরকে ভাল রাখুন। ছবি দা এবং বৌদি'কে নমষ্কার।

    GD Star Rating
    loading...