একরাতে বড্ড টেন্সড ছিলাম। শেষ রাতের দিকে ঘুমালাম। তখনো ব্রেইণে অফিস-বাসা-শ্যুটিং-স্ক্রিপ্ট ঘুরছিলো। আর পাক খাচ্ছিলেন তিনি।
দেবী!
আমার..
.
হ্যা! ঠিক-ই ধরেছেন। আমার ‘তিনি’কে দেবী-ই ডাকি আমি। একটু মনোমালিন্য চলছিলো দু’জনের। কয়েকদিন ধরে। দাম্পত্য জীবনে এমন টুকটাক হয়না, আপনাদের ভিতরেও? দু’দিন ধরে আলাদা শয্যা নিয়েছেন তিনি। এটাও টেন্সড এর অন্যতম কারণ ছিলো।
.
আমার তিনি প্রখর অনুভূতিসম্পন্ন। আমার দেখা অসাধারণ একজন কবি! তাই খুব অল্পতেই তীব্র রিয়্যাক্ট করেন তিনি।
.
সকালবেলাটা আমার ঘুমাতে অসাধারণ লাগে। তিনি চান আমি ভোরের বাতাস শরীরে লাগাই। তাই গত সকালটা নিজের মতো করে আরামদায়ক ঘুমকাতুরে বিড়ালের মতো পার করেছি। আজো তেমন ইচ্ছে ছিলো।
.
হঠাৎ মুখের উপর রেশমী আরামদায়ক ছুঁয়ে দেয়া আর সদ্যস্নাত আমার তিনির শরীরের নিজস্ব পারফিউম, ভেজা চুলে মেখে মেখে, আমার ভিতরের আমিকে চেতন অচেতনের প্রবেশদ্বারে এনে দাঁড় করায়! আমার অভিমানী বালিকা বঁধু তার বর্তমান গিন্নী অবয়বে আমার কানের খুব কাছে এসে এভাবে আমাকে জাগাতে থাকে,
– অনিন্দিত সাগরের মাঝে তুমি!
ভাবনার অতুল নিবেদনে তুমি!
প্রশান্তির মাঝে তুমি!
রক্তিম সূর্য ঝরা রোদে তুমি!
প্রভাতি অালোয় তুমি!
সুপ্রভাত ডিয়ার.. এই! এখনো ঘুমাচ্ছ তুমি!!
.
আর ঘুমানো যায়?
অতি অল্পতেই পার পেয়ে গেছি এবার। অভিমান পর্ব শেষে ভালোবাসা পর্বে উত্তরণ হবে হবে.. এমন এক হেমন্তের সকাল আপনাদের কখনো এসেছে কিনা জানি না।
.
এক কিন্নরী কণ্ঠ তখনো আমাকে জাগানোর আপ্রাণ চেষ্টারত,
– সকালের আলোর একচিলতে রোদ এসে পড়ুক তোমার মিষ্টি গালে!
জানালার পাশে কেউ এসে দাঁড়িয়ে বলুক
চুম্বন একেঁ দিই কপালে?
পবনের হাওয়া তোমার চুলকে করবে উতলা!
ভালোবাসা ভরিয়ে দেয়া পাখি ডাকা কুজনে
বলতে ইচ্ছে করে উঠো প্রিয়!.. এই! উঠছো না কেনো?
.
সকালের মিষ্টি রোদ এক মিষ্টি মেয়ের কোমল শরীরের প্রতিটি বাঁক ছুঁয়ে ছুঁয়ে, আমাকে জাগিয়ে তোলে… বাইরে তখন শীতের নরম মায়াবী কোমল রোদে ভিজে ভিজে শরতের মেঘেদের মৃদু খুনসুটি।
.
চোখ মেলি.. চোখের আগুনে জ্বলে উঠে.. তাকে কাছে টানি…।।
#যখন_আমায়_নাইবা_কাছে_ডাকলে_অণুগল্প_৪২৯
loading...
loading...
এমন অম্ল মধুরেই বাঁচুন। জীবন এবং ভালোবাসায় চিরস্থায়ী হোন মি. মামুন। শুভ সন্ধ্যা।
loading...
জি ভাইয়া , এমন অম্ল-মধুরেই পথ চলছি। অনেক ধন্যবাদ। দোয়া করবেন আমাদের জন্য।
আপনার দোয়ায় আমিন।
ভালো থাকুন সব সময়ে।

loading...
আপনাদের উভয়ের জন্যই আমার ভালোবাসা থাকবে। ভালোবাসা পরিবারের আর সবার জন্যও। আনন্দে থাকুন মি. মামুন।
loading...
আপনাদের সবার জন্যও নিরন্তর ভালোবাসা ও শুভ কামনা ভাইয়া।
শুভেচ্ছা…

loading...
ভাবি দেবীকে দেখলাম গল্প দা। এক জীবনের গল্প পড়লাম। সুন্দর।
loading...
জি দিদি, এই দেবীকে নিয়েই প্রায় ১৯ বছর কাটলো আমার। আমাদের জন্য দোয়া করবেন।
ভালো থাকুন আপনিও আপনার কাছের মানুষদের নিয়ে।
শুভেচ্ছা…
loading...