পালানোর কোনো পথ নেই

পালানোর কোনো পথ নেই

কিছু কিছু নষ্ট কষ্ট বুক থেকে আলগোছে তুলে আনি
ছেঁড়া শার্টের বুক পকেটে সযতনে জাগ দিই
ওরা জাবরকাটে, আমি সে শব্দ শুনতে শুনতে নিদ্রার কথা ভাবি,
মাঝেমাঝে প্রসন্ন হয় ঘুম, আলতো করে দিয়ে যায় চুম!
বাকিটা সময় আশপাশ করি, কোলবালিশে জড়াজড়ি;
ঘৃণাদের দূরদেশে রফতানির কথা ভাবি
দারুচিনি দ্বীপ থেকে সুগন্ধি এলাচ, কস্তুরী আমদানির কথা ভাবি
কষ্টগুলোকে অষ্টধাতুর আংটি পড়িয়ে দেওয়ার কথা ভাবি
দোঁআশ, বেলে দোঁআশ, এটেল জমিটা চাষের কথা ভাবি…!!
তবুও সান্ত্বনার পালে হাওয়ার খরপোশের কথা ভাবতে থাকি
কষ্টগুলো তখন আরো নষ্টা হয়
বিগত যৌবনা পিয়ারীর মতো ট্যারা চোখে চেয়ে থাকে
তবুও তারা ভরা বরষার জলের মতো নগদ স্বপ্ন দেখে
মন না বুঝে কেবল গতর চায়, অশরীরী শরীরের ছবি আঁকে!
আমি প্রাগৈতিহাসিক গুহা ছেড়ে পালানোর কথা ভাবি
পালানোর কোনো পথ পাই না
চারপাশ ঘিরে কষ্টদের পৈশাচিক নর্তন-কুর্দন দেখি
আমি তখন অন্য আমি’র কথা ভাবি
আমার গেঁয়ো কষ্টদের কষ্টের দিনলিপির কথা ভাবি!!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৮-০৫-২০১৮ | ১৬:০৩ |

    পালানোর কোনো পথ নেই। শেষ লাইনের সুর ধরে এগুলে আসলেই পালানোর পথ নেই। বেশ ইন্টারেস্টিং একটি লিখা। রুপকের ব্যবহার অসাধারণ। অভিনন্দন প্রিয় কবি।

    GD Star Rating
    loading...
  2. রিয়া রিয়া : ২৮-০৫-২০১৮ | ২০:২৩ |

    দারুণ।

    GD Star Rating
    loading...