পূর্ণচ্ছেদ
আমার কেন এমন ইচ্ছে হয়
কেবলই মনে হয় শুয়ে থাকি
ডোমঘরের হিমে
পাশের লাশটি আমাকে ডেকে বলুক
তার এ যাবতকালের ঘর সংসার
দিতে পারা, নিতে না পারার সব কাহিনী
সেই তো অমুকের কাছে ধারদেনা
তমুককে ঠকানো বা নিজের ঠকে যাওয়া
মনে হয়, এসবই শুনি তার কাছ থেকে
বলি নিজেরও কিছু।
এরপর রাত গভীর হয়ে গেলেও যেন বুঝি
আমাদের কোনো দিন নেই, রাত নেই
তবু অন্ধকার
তবু কে যেন ডাকে, কত ঝিঁঝিঁ
পৃথিবীতে অবশিষ্ট বলেও কিছু থাকে না
কেননা একদিন লাশেরাও ভ্যানিশ হয়
নেই হয়ে যায় দুই লাশের কথোপকথন
পৃথিবী ঝুলে থাকে নিজের নিয়মে
ঝুলিয়ে রাখে জীবন লোভী সব মানুষকে
এরই মাঝে ঝরে যায় কত রাত
কতই না সবুজ ক্ষেত!
আমার কেন এমন ইচ্ছে হয়
লাশকাটা ডোমের আঙ্গুলে মনে হয়
চিমটি কেটে বলি, ভায়া হে
জীবন এই কাটাকুটিরই খেলা আসলে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
নিঃসন্দেহে অসাধারণ কবিতা বন্ধু তুবা। ভীষণ রকমের আলাদা বা স্বয়ংসম্পূর্ণতা বটে।
loading...
সুন্দর কবিতা।
loading...