এই অন্ধকারে

এই অন্ধকারে

এক্ষুনি তোমাকে আদর করার ইচ্ছে হচ্ছে
জানি তোমার পায়ে ক্র্যাম্প
মাইগ্রেনের ছটপটে যন্ত্রণা
তোমাকে বাধ্য করেছে বাথরুমের দিকে ছুটে যেতে
একরাশ তরল আর চটকানো
অপাচ্য হলুদ ছিটকে বেরিয়েছে
দুর্গন্ধ আর ভুলভাল সংসার জীবনের
সব ক্লেদটুকু নিয়ে :
তোমার গত পর্বের ঝাঁ চকচকে
সর্ষের সবুজাভ হলুদ
শেষ বিকেলের আলো গায়ে
লাল কালো মেঝের পুরনো বিষ্ণু মন্দির
দামোদরের পাড় বেয়ে এগিয়ে
যেতে যেতে অকারণ প্রতিধ্বনির নেশা
ফিরে ফিরে আসে রাত জাগা স্বপ্নসময়ে :
জানি আজ রাতে আর কিছুই
খাওনি তুমি,
এখন ইরাবতীর ওপাড়ে ফেলে আসা
বাবা মায়ের উদ্বিগ্ন মুখের বলিরেখা
আর টিপটিপ মাথা যন্ত্রণার সঙ্গী
কিছু নির্বোধ নাক ডাকা,
মাঘ ফাল্গুন গুলিয়ে ফেলা
বোকা কোকিলের সঙ্গিনী খোঁজার অনর্থক প্রয়াস :
তবুও ঠিক এক্ষুনি
তোমাকে কাছে পেতে চাইছি
আদর করতে চাইছি পাখপাখালির খেলায়
এক্ষুনি তোমার মাথায়
আমার রুক্ষ যাযাবরী হাত আলতো বুলিয়ে
নরম ঘুমের চাদর গায়ে টেনে
তাকিয়ে থাকতে চাইছি একফালি
নরম জ্যোৎস্নার দিকে
সারারাত্রি…বাকি নষ্ট জীবন।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১০-০৫-২০১৮ | ১৮:১৪ |

    অনিন্দ্য সুন্দর লিখা। অভিনন্দন প্রিয় কবি সৌমিত্র। সময় করে এসো। Smile https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...