JUSTICE

আসিফার জন্য জাসটিস চাইছেন–?

আসিফাকে চেনেন? বাবা মা পরিবার কাউকে চেনেন? কেন ধর্ষন হল? ঠিক কি কি কারন ছিল ঠিকভাবে জানেন? ধর্ষন হওয়ার আগে পর্যন্ত কেউ জানতেন না যেই মিডিয়া তোলপাড় ! ফেসবুক তোলপাড়? ঘরের বাড়ির প্রতিবেশী “আসিফাদের” লক্ষ্য করেছেন কখনো? আচ্ছা রাস্তার পাগলীদের কখনো কি ভালোভাবে দেখেছেন? ভাড়াওয়ালী স্কুলের আসিফাদের সমস্যা বুঝেছেন? ফেসবুকে ফটো ঝুলিয়ে ঘুরছেন সবাই বিচার চাই বিচার চাই–?

কার বিচার? কিসের বিচার? কেমন বিচার? একবার ভেবে দেখুন তো ছবিটা বারবার পোস্ট করলে তাকে কবার ধর্ষন করলেন তাও আবার আট বছরের মেয়েকে? কি বোঝাতে চাইছেন ধর্ষন করলে পপুলারিটির ইস্যু হচ্ছে? কি হচ্ছে কিছুই বুঝছি না আসিফার বিচার চাই বিচার চাই?

সত্যিকারের বিচার চাইলে “ধর্ষক” উৎপন্ন বন্ধ করুন—? কেন ধর্ষক তৈরী হচ্ছে? কার দোষ? সমাজের? আমার? আপনার? আসিফাকে শেখানো হয়নি কিভাবে আ্যটাক? বা সমাজের যেসব বলদ মানুষ আছেন? দেখেও না দেখেন আবার শুনেও না শোনেন–? ধর্ষকদের সাহস বাড়ানো হচ্ছে?

বারবার বাচ্চা মেয়েটার ছবি দেখে কষ্ট বাড়ছে কমছে কই? নিজের আশেপাশের আসিফাদের দেখেছেন? বড়লোকের ধর্ষক বেটাদের দেখেছেন? ভয়ে জুজু হয়ে থাকে তখন দেখি ছাড় পেয়ে দিব্যি বিয়ে করে সংসার করছে? ধর্ষক বিয়ে করতে পারে বাঁচতে পারে দাম্পত্য ধর্ষন ও করতে পারে কিন্তু ধর্ষিতা কেন নয়? ধর্ষন রুখতে সরকার থেকে পদক্ষেপ প্রয়োজন বিশেষ করে সিসি টিভি র আন্ডারে সবকিছু বা ব্লু ফিল্ম কুড়ি বছরের আগে দেখা নিষিদ্ধ করা উচিত?

ধর্ষক রা প্রায়ই মানসিক রুগী? পুরুষ মানুষরা ভালোবাসে ধর্ষন করে না–? কিছু মেন্টালদের জন্যই সমাজ পচে যাচ্ছে? সেক্স সাইকো? এদের ধরে ধরে লিঙ্গচ্ছেদ প্রয়োজন?

আসিফা আট বছরের? কোনো সাইকো ছাড়া একাজ করা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব–? আসিফার বাবা মা সঠিক বয়ান নেওয়া প্রয়োজন? সাইকো ক্রিমিনালদের দেখলে বোঝা কিন্তু যায় না? তাই অনেকদিন থেকেই এরা তাক করে থাকে–! এইসব সাইকোদের প্রয়োজন চিকিৎসার যদি নরমাল মানুষ করে থাকে তাহলে সে ক্রিমিন্যাল মাইন্ডেড –?

১) সরকার থেকে কড়া পদক্ষেপ।
২) প্রতিটি স্কুলে সেক্স এডুকেশান ক্যারাটে বক্সিং মাস্ট।
৩) সমস্ত আসিফাকেই সম্মান ও যত্ন নিন।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ১টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২১-০৪-২০১৮ | ২১:২৬ |

    সাইকো'দের ব্যাপারে কিছু বলার নেই। এরা আজীবনই মানসিক অসুস্থ্য। পরিশেষ আপনার প্রস্তাবনা ভারত সরকার ভেবে দেখতে পারেন বলে মনে করি। স্বাগতম অরুণিমা।

    GD Star Rating
    loading...
  2. রিয়া রিয়া : ২২-০৪-২০১৮ | ১৬:৫৪ |

    আমাদেরে সকলের সচেতনতা বাড়াতে হবে।

    GD Star Rating
    loading...