এটাই কি প্রেম?

আমার নেই কোন শৈশব কৈশোর নেই যৌবনের খুব প্রিয় কোন স্মৃতি,
নেই রমণীয় কোন আস্পর্ধা।
নেই যোগ্যতা নিঃশব্দের দেয়াল ভাঙ্গার।
প্রিয় ভালোবাসার শরীরে রোদ মেলে ধরা,
এত এত শূন্যতা নিয়ে কি ভাবে বলি গৃহখানি দাও ..
তোমার ছায়া টুকু দাও।

প্রিয় আমার …
তোমার প্রার্থনা গুলো শস্য বীজের মতন ছড়িয়ে দিয়েছি,
এঁকেছি প্রিয় মুখ অস্পষ্ট বর্ণময় রঙ্গিন বিষাদে।

এই যদি হয় ভালোবাসা,
তবে বুঝে নিলাম কারা তবে খুব সুখী হয় !
আকাশে ওড়ায় ফানুস ! মৃত্যুকে থামিয়ে দেয়,
হৃদয়ের রাত ছিঁড়ে রোদ আনে, হারানো প্রাণের কাছে পুনরায় হয় নতজানু,
এটাই কি প্রেম ?

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৪-০৪-২০১৮ | ১১:৫১ |

    কবি ভাবনা, কবি শব্দ, কাব্যের কথন অনেক সময় পাঠক মনের সত্য তুলে ধরে। লিখাটির শেষ প্রশ্ন … মূলত সত্যের আর্শী। জীবনের সুখাবেশ ঘিরে থাক সুখ-স্বপ্ন-স্মৃতি।

    GD Star Rating
    loading...
  2. সাইদুর রহমান : ১৫-০৪-২০১৮ | ০:১৫ |

    অম্লান ভালবাসার দারুন কল্পনা…..

    GD Star Rating
    loading...
  3. রিয়া রিয়া : ১৫-০৪-২০১৮ | ৯:৩৭ |

    শুভেচ্ছা রইলো মন দা। অনেকদিন পর আপনার লেখা পড়লাম।

    GD Star Rating
    loading...