ভালোবাসার মিশেল কিছু

ভালোবাসার মিশেল কিছু

ভালোবাসার মিশেল কিছু
পাঁচফোঁড়নের ধরন মসলার গুনাগুন; তাতেই থাকে নানান চমক
যেন স্বপ্নের ফুল ঝুরি।

কেউ বা কাঁদে আকাশ চেয়ে চেয়ে
কেউ বা ধুলায় নিত্য গরাগরি; সে না কি মস্ত পাগল?
কাল সিন্ধুর যৌবন গেল ভাটি।
যৌবন গেল খরায় খরায়
কেউ বা বাসি চিঠি লিখে লিখে; পিছন ফিরে যেই তাকিয়ে
আঁধার দ্যাখে স্বপ্নঘোরে।

এমনি তবে ভালোবাসার খরায় পোড়া
রুপ পিয়াসী যৌবন বলে; কোথায় গেল সপ্ত তারা?
বিরহে পোড়া ভালোবাসার মিশেল খানিক।

চোখের পরে চোখের মায়া

সেই তো তবে, বহুদূর গেনু। তুই তো গেলি কোন সে গাও? যুগ পেরুলো। তুবও মন মুছে না তায়। তুই ছিলি পদ্ম দিঘী। জোছনার রোসনাই। তাইতো তুই হারিয়ে গেলি কোন সে ভিন গাও? সেই গাও এ পদ্ম বাথান, স্বর্ণমোচায় ফোটে, সন্ধ্যা রাগে একটু কি মনটা পিছু টানে? চোখের পরে চোখের মায়া। জ্বল জ্বল তারায় ভাসে।

স্বপ্ন ডানায় ভাসে

কত কথার কিচির মিচির? চড়ুই ঠোঁটে বাজে
কোথায় রইল প্রাণসখা? এমন হিমেল শীতে
কোন সে পথে পথিক হাঁটে? বিরহ মঙ্গল গানে
কোন সুদূরে দিগন্তের ঐ? স্বপ্ন পাখির ডানা
কেমন করে পাখির পথ আঁকা? মন বীণায় মনের টান

কোন সুদুরে মেঘের পাহার? বিস্ময় ডালা মেলে
সেথায় নাকি উর্বসি ঐ? স্বপ্ন ডানায় ভাসে

জলছবির করিডোরে

ডাক দিয়ে যায় শিশি উন্মূখ, হলদে সর্ষের দল
তোমায় নাকি রোদ সকালে? খুঁজে ফিরে খালি পায়।
শিউলী ঝরা সবুজ ঘাস, শিশির ভেজা স্বপ্ন আঁকে
তুমি নাকি কোন বিহানে? শিউলি তলায় কৈশর কাঁদে।

উ্ত্তরের বায় বাশবনে, পাতা কাঁপিয়ে শিশির ঝরে
তুমি নাকি চাঁদর গায়ে? হালকা রোদে দাঁড়িয়ে ছিলে।
সেই তো হাওয়া পুকুরের জলে, ঢেউ চলে বিলিকেটে
সেথায় তুমি নাকি দাঁড়িয়েছিলে? জলছবির করিডোরে।

তোমায় দেখব বলে

আমায় তুমি নাই বা নিলে সাথে। তোমার স্বপ্ন আঁকা পথে। ঐ পথে যে তুমি একা, মন কি তোমার যাচে? তাই তো বলি হাতে রাখ হাত। মনের দ্বিধা ঝেরে। তোমার একলা পথে আমায় সাথি করে। এ তো তোমায় বলল কথা বাতাস কানে কানে। তবু তুমি দেখলে না পিছন ফিরে, একলা পথে হাঁটিছি আমি, তোমায় দেখব বলে।

১৪২৪/১২ পৌষ/শীতকাল।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ১টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০১-০১-২০১৮ | ১৪:০৪ |

    'শিউলী ঝরা সবুজ ঘাস, শিশির ভেজা স্বপ্ন আঁকে
    তুমি নাক কোন বিহানে? শিউলি তলায় কৈশর কাঁদে।' ফ্যান্টাসটিক লিখা বন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • চারু মান্নান : ০২-০১-২০১৮ | ১৪:৪৭ |

      নতুন বছরের সাথে পৌষ ভালোবাসা বন্ধুhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

      GD Star Rating
      loading...
  2. রিয়া রিয়া : ০২-০১-২০১৮ | ১৯:২৫ |

    পৌষ শুভেচ্ছা কবি দা। Smile

    GD Star Rating
    loading...