ঋণপত্র

ঋণপত্র

খেলাপি ঋণের কথাই বলি। মূর্খামির হয়ত সীমা-পরিসীমা আছে
কিন্তু খেলাপি ঋণের কোনো সীমাও নেই। পরিসীমাও নেই।
যাদের কিছু নেই, তারা ঋণ পায় না।
যাদের কিছু আছে, তাদের ঋণের কোনো অভাব হয় না।
বিলাসী পণ্যের মতো তাদের চাহিদা কোনোদিন ফুরোয় না।
দেশের প্রতি, দশের প্রতি তাদের ভালোবাসা শেষ হয় না!!

কমলার মা এখন জেলে আছে। পেটের দায়ে গিয়েছিলো এন জি ও ‘র কাছে।
ঋণপত্রে টিপসই দিয়েছিলো। শতো শতো কিস্তি খেয়ে না খেয়ে পরিশোধ করেছিলো।
গেলবারের বানের জলের মতো কিস্তি শুধুই বাড়ে…..
তবুও আর শেষ হয় না।
এই ভালোবাসার নাম কী কমলার মা জানে না। জানতে চায়ও না।

সারাদেশে কমলার মায়ের কোনো অভাব নেই। তাদের দুর্গতিরও কিনারা নেই।
তাদের পক্ষে দাঁড়াবার কেউ নেই।
আমি জানি, কলম হারিয়ে গেলেই বিদ্যা হারিয়ে যায় না।
বই চুরি হয়ে গেলেই জ্ঞান চুরি হয়ে যায় না।
এতো কিছুর জানার পরেও খেলাপি ঋণের খবর কেউ নেয় না।
নিতে সাহসে কুলোয় না।
ভালোবাসার ঋণ পুরাতন হোক কিংবা নতুন কোনোদিন শেষ হয় না।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৭-১২-২০১৭ | ২১:৫০ |

    'মূর্খামির হয়ত সীমা-পরিসীমা আছে
    কিন্তু খেলাপি ঋণের সীমাও নেই। পরিসীমাও নেই।
    যাদের কিছু নেই, তারা ঋণ পায় না।'

    ___ প্রেক্ষাপটের অবস্থাদৃষ্টে কোন দ্বিমত নেই প্রিয় কবি।
    ভালোবাসার ঋণ পুরাতন হোক কিংবা নতুন কোনোদিন শেষ হয় না। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. রিয়া রিয়া : ২৭-১২-২০১৭ | ২২:০৬ |

    শুরু থেকে শেষ অনেক সত্য এবং প্রকাশটাও দারুণ কবি দা।

    GD Star Rating
    loading...
  3. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ২৮-১২-২০১৭ | ২১:২০ |

    * বেশ ভালো লেগেছে প্রিয় কবি…

    GD Star Rating
    loading...