পরাজয় মেনে আক্রান্ত মানুষ

পরাজয় মেনে আক্রান্ত মানুষ

নিঝুম দুপুরের চিন্তামগ্ন মন
সন্ধ্যার পর জলৌকা হয় শরাবের সাথে
জাঁতা পরা জাঁদরেল বহ্নি;
ঠুংরি বাজায়, পরস্মৈপদী ফুটানি;
তবুও মধুমেহ মহাজন
মধু খোঁজে ব্যাধিনীর মৈনাকে।

শঙ্কর লোক এই যুগে মুখে দিয়েছে ঠুসি
চতুরঙ্গ সেনা সাজানো মুসকিল
ঘুণপোকার দল যত্রতত্র ভণ্ডুল করে
সংমিশ্রণ সংস্থাপনা;
বিবেক তাড়নায় সঙ্কোচিত হতে হতে
শ্যাওলা ধরে যায় বুদ্ধির মানচিত্রে।

তারপর একদিন
আমার সবুজ চেতনা প্রশ্ন বিদ্ধ হয়
আমারই পরবর্তী প্রজন্ম এর কাছে
তারপর তারপর
অসীম ক্লান্তি মনে সেই পরাজয় মেনে নিয়ে
নিশ্চুপ চিন্তার দাবা খেলা
নিজের সাথে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৪-১২-২০১৭ | ১৫:০১ |

    খুব বেশী প্রচলিত নয় অথচ একটি লিখাকে অসাধারণ করার নেপথ্যে বিনে বাঁধায় অবাধ ভূমিকা এবং স্বাক্ষর রেখে যায় … এমন কিছু শব্দের ব্যবহার লিখাকে স্বতন্ত্র মর্যাদা দিয়েছে। বিশ্বাস করি জীবন গদ্য বা পদ্য নয়; জীবন হচ্ছে বোধন অবোধনের মধ্যবর্তী।

    শুভেচ্ছা রাখি প্রিয় বন্ধু খেয়ালী মন। শুভেচ্ছায় সর্বোপরি শব্দনীড় এর সাথে থাকবেন।

    GD Star Rating
    loading...
  2. রিয়া রিয়া : ২৪-১২-২০১৭ | ১৭:৩২ |

    লেখাটি অনেক ভাল হয়েছে মন দা। শুভেচ্ছা নিন।

    GD Star Rating
    loading...