শীত ঋতুরেণু মেখে
তুমি যদি জানো শীততাপ
আমি বুঝি দগ্ধ পলাশ
রোদের পরতে ফোঁটায় ফোঁটায় নামে
আলোর দ্বিতীয় ঋতুরঙ মেখে নিদাঘ বিকেল
ভেসে যায় পরাগবেলা।
সন্ধ্যে নামার ম্যাজিকমোমেন্টে দেখি
উজ্জ্বল ব্যাতিক্রমী ব্যালকনি
পাখি এক নিমেষমাত্র
উড়ে আসে খড়কুটো ঠোঁটে
ফিরে ফিরে আসে
বারবার বারংবার শীতোষ্ণ উড়ানের খোঁজ
শীতযোনি সম্ভোগে এ কোন ভ্রম জাগে!
না করা কিম্বা
অথবা, যদি, নতুবা আক্রান্ত অক্ষমরেখায়
অজ্ঞাতসারে আরব্ধ কাজ ফেলে রেখে
ছুটে যাই শীত ও স্মৃতিছুট বিভ্রমের দিকে
সেখানে অপেক্ষায় দাবদাহ বুকে ঋতুবিন্দু
অনড় নদী, ব্যালকনির পাখি ও
অকাল শীতের উষ্ণতা।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
চমৎকার প্রিয় কবি সৌমিত্র।
loading...