জন্ম হইছে মরার জন্য। জন্মের সময় আবার ভালোবাসা নিয়ে আসছি। পৃথিবীকে ভালোবেসে ফেলছি। এখন বুঝি পৃথিবী কিছুই না। সামনে জান্নাত। নিজেকে বোঝালাম এসব কিছুই না আসল জান্নাত।
জান্নাতের জন্য তৈরি হতে গেলাম হয় না। হবে ক্যামনে নিজের সাথে নাকি নফ্স আছে। নফসকে মারলেই জান্নাতে যাওয়ার কাজ সহজ হবে। পৃথিবীতে নফসের দাপট। নফসের সাথে মারামারির খেলা খেলতে হবে! খেলতে খেলতেই একদিন আমিই শেষ। এই খেলার মাঝে অন্য খেলাও আছে। জীবনে বড় হতে হবে! একা মানুষ কত পারে!! এই ভাবে আল্লাহের কাছে কান্নাকাটি করে দোয়া করবো নফসকে উঠায় নিতে। নফসের সাথে আর খেলবো না।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
কোন মন্তব্য নেই