বাসনা পুঞ্জ

যত্রতত্র মন

খিরকী দিয়ে জোছনা আলো ঝিকিমকি
একে কি বলা যায়?
ও তো এমনি এমনি ছুঁয়েছে পর্দা বিছানা সব
ওর কি কোন চাওয়া প্রতিয়মান হয়?
না কি প্রকৃতির ঈর্শা?
জীবের চাওয়ায় মনকে সায় দেয়।
যত্রতত্র মনই তো ছুটে বেড়ায়
আলোর মোহনা ধরে ধরে সমুখে পিছে ধায়
যেন সরিস্রিপের চোখ সব দিকেই খোলা
আঁধারেও তো তার একই ছুটে চলা
ভাবনা করিডোরে জেগে রয়।

বাসনা পুঞ্জ

চাওয়া পাওয়া সাধ। চাইবার ইচ্ছা। সদা স্বপ্ন গড়া। পাখির মতো উড়বার ইচ্ছা। প্রেম যুমনায় ডুবসাঁতারে পাড়ে যাবার সখ। কত কথা বলার? কত কিছু দেখবার? প্রকৃতির অপরুপ দুচোখ ভরে দেখা। নন্দন তত্বের তল খোঁজা। ক্ষুধা তৃঞ্চা মেটাবার লড়াই। অতি ক্ষুদ্র এই যাপিত কালে। তন্দ্রায় ডুবে ডুবে এ কোন যাতনা সহে?

সৃষ্টির সঙ্গদান

ফুল চুমে চুমে ভ্রুমর
গান গেয়ে গেয়ে রেণুর প্রদাহ বিলায়
ঘুরে ঘুরে সুরে সুরে
নতুন জন্মের দায়ভার খানিক তারই কাঁদে
সে কি এমনি এমনি এই মহা দ্রোহ বিলায়?
না কি নতুন জন্মের বড়ই উৎসাহ বটে?

নতুন জন্ম নতুন নতুন ফুলের বাহার
চুমে চুমে রেণুতে রাঙা শরীর তার
এ কি তার চাওয়ার প্রক্ষালন?
সৃষ্টির সঙ্গদানে সৃষ্টিকে গ্রহণ মনের অন্তরালে

১৪২৪/ ২২ অগ্রহায়ণ/ হেমন্তকাল।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ২টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৭-১২-২০১৭ | ২০:৩৯ |

    তিন তিনটি লিখাই ভালো হয়েছে বন্ধু। এমনিতে তোমার লিখার ভক্ত হয়ে আছি। ভালো না লেগে যায় কোথায়। সন্ধ্যা সুন্দর হোক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
    • চারু মান্নান : ১৮-১২-২০১৭ | ১২:১৮ |

      পৌষ ভালোবাসা বন্ধু, এই শীতে জীবন সুন্দর হউক।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

      GD Star Rating
      loading...
  2. রিয়া রিয়া : ১৭-১২-২০১৭ | ২৩:০৩ |

    শুভেচ্ছা রইল চারু কবি দা। অনেক ভাল।

    GD Star Rating
    loading...
    • চারু মান্নান : ১৮-১২-২০১৭ | ১২:২০ |

      কবিকে আমার অনেক অনেক পৌষ শুভেচ্ছা, ভালো থাকুন সব সময়।

      GD Star Rating
      loading...