স্তব্ধ হোক এ হত্যাউল্লাস
এই বীভৎস মৃত্যুই কি প্রাপ্য ছিলো!
নপুংসক বীর্যের লেলিহান শিখায়
ঝলসে গেলো ফুলের জলসা,
এই শেষ নয়, অসংখ্য রক্ত নদীর বন্যায়
মাতৃ জঠর শব্দহীন, প্রাণহীন।
প্রাগৈতিহাসিক গুহায় –
সময় মুখ লুকিয়েছে, লজ্জায়।
তবে জানি আসবেই সেই সূর্যসকাল –
যেদিন পৃথিবীর সব জহ্লাদ,
ভালোবাসার শিলালিপিগুলো
সমুদ্রের গভীরে গিয়ে তুলে আনবে,
পৃথিবীর সব মারণাস্ত্র শিশুদের
পায়ের কাছে এসে ফুল হবে
পৃথিবীর সব ধর্ম একসাথে
শান্তির গান গাইবে,
পৃথিবী শত্রুহীন হবে!
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
প্রত্যাশা মানুষকে জাগিয়ে রাখে….এগিয়ে যাবার শক্তি জোগায়। শুভেচ্ছা প্রিয় কবি।
loading...
ধন্যবাদ প্রিয় বন্ধু
loading...
প্রাগৈতিহাসিক গুহায় –
সময় মুখ লুকিয়েছে, লজ্জায়।
কবিরা সব সময় আশাবাদি, কবিতার জয় হউক।
loading...
খুব ভালো লাগলো।
loading...
গভীর ভাব। বার বার পড়তে হয়। শুভকামনা।
loading...