তারপরও বসে আছি চৈত্রের হাওয়া গায় মাখিয়ে;
ক্লান্ত সময় কপোলের আবিরের মত মুছে ফেলা যায় না;
স্মৃতির গহীনে বসে থাকে নেশাখোর মানুষের মত,
থেকে থেকে নেশার ক্ষুধা, পেটের টানকে সরিয়ে দেয়
মগজের মগডালে। হয়তো স্বপ্নভূক বলে জৈবিকতা হারিয়ে
জৈবিক তারণার থেকে মানসিক জীবনের সুখ, খুজে যাই প্রতিনিয়ত,
যে গভীরতা ছুঁয়ে যেতে পারেনা বিষণ্ন বিকেল। নষ্ট প্রহরের প্রাপ্তি গুলোই
স্ফটিক হয়ে থেকে যায়। নিরুত্তর মানুষের জন্যেই কিছু কিছু চৌকষ
প্রগতি থমকে গিয়ে দগদগে উনুনে মাছ ভাত রান্না করে সাজিয়ে রাখে ডাইনিং টেবিলে।
স্বীকার করতে দোষ নেই রাতের আঁধারে আমিও কাল্পনিক বালক হয়ে উৎসে খুঁজেফিরি তৃষ্ণার জল;
আবার দিনের বেলায় ধার্মিক পুরুষ।
তারপর বসে থাকি, তারপরেও বসে থাকতে হয়
চৈত্র দিনের শেষে কৃষ্ণ তৃতীয়া চাঁদের আলোয়
সঞ্চিত উষ্ণতা নিয়ে প্রণয়ীর চপলা আঙ্গুল
কিংবা বৈশাখী ঠোঁটের ঝড়ের আশায়।
loading...
loading...
'হয়তো স্বপ্নভূক বলে জৈবিকতা হারিয়ে
জৈবিক তারণার থেকে মানসিক জীবনের সুখ, খুজে যাই প্রতিনিয়ত,
যে গভীরতা ছুঁয়ে যেতে পারেনা বিষণ্ন বিকেল। নষ্ট প্রহরের প্রাপ্তি গুলোই
স্ফটিক হয়ে থেকে যায়।'
___ কবিতার উপলব্ধি প্রকাশে ক'টি লাইন অসাধারণ এসেছে স্যার। গুড লাক।
loading...
অসাধারণ! অভিভূত। শুভেচ্ছা অবিরত।
loading...