অঙ্গীকার
কিছুটা অপূর্ণতা ছিল, তুমি অনায়াসে তা পূর্ণ করেছো। না পাওয়ার বেদনা ছিলো যত, তুমিই তো সব দূর করেছো। শিকলে জড়ানো ইচ্ছেগুলো, তুমি অনন্ত আবেগে মুক্ত করেছ। তোমার চোখে দেখি আমার স্বপ্নছবি। তোমায় নিয়েই বাঁচি আজ নিঃশ্বাসে বিশ্বাসে। তুমি আছো মনের সবটা জুড়ে……।
সেখানে বুদবুদ নেই, মনের মাঝে নির্বিবাদ ভাসমান তুমিই, কারণ তোমায় সঁপেছি সবটুকু। আমার মনের শেষ সত্বাও। তোমার জন্য আবার আমি হাসতে শিখেছি। বাঁচতে শিখেছি প্রাণভরে। ওই চাঁদ, তারা আর সীমাহীন প্রকৃতিকে জানিয়ে দেবো ভালোবাসি …।
আমি ভালোবাসি তোমায়, আমার সবটুকু ভালবাসা দিয়ে, তোমাকেই ভালবেসেছি আমি আমার আকুল নির্জনতায়….।
হে ঈশ্বর …..
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
'তোমাকেই ভালবেসেছি আমি আমার আকুল নির্জনতায়….।'
___ অসাধারণ অনুভূতির শাব্দিক প্রকাশ। অভিনন্দন প্রিয় কবিবন্ধু রিয়া।
loading...
অনুপ্রাণিত হলাম বন্ধু।
loading...
জীবনমুখী লেখা ভাল লাগলো।
loading...
ধন্যবাদ কবি দা।
loading...