অন্তত একটি উড়াল

মরুর বুকে
উৎপেতে থাকে শিকারি সরীসৃপ
তপ্ত বালিয়াড়ি- হ্রেষা ধ্বনিতে ঝড় উঠে
রুক্ষ অন্ধকার!
রুদ্ধশ্বাসে হজম করে বহ্নি চাবুক- বিদগ্ধ শীৎকার!
ওখানে, নিখোঁজ সবুজ
শিশির শূন্য সকাল,
কুণ্ডলীর ভাঁজে ভাঁজে নির্জনতার দহন;
ক্ষুধার্ত শকুনের নিরন্তর ছুটোছুটি, বাতাসের হুংকার
ধূলির আস্তরণে বিবর্ণ গোধূলি- তাম্র তৃষ্ণ বিকাল।
সন্ধ্যা হতেই ঝেঁকে বসে বিদঘুটে রাত
আর তখনি বেরিয়ে আসে অদ্ভুত সব কীট পতঙ্গ
ঝিঝির ডাক,
বিষাক্ত মাকড়সা… বিচ্ছুর ঝাঁক;
এখানে নিঃসঙ্গ চাঁদ- তারকারাজিরা প্রতিপক্ষ হয়ে চোখ রাঙায়!
পালক খসে পড়া আহত একটি পাখি
আকাশে শেষ ক’টা চক্কর দিতে না দিতে আঁচড়ে পড়ে
আঘাত লাগে পাঁজরে…

সে জানে না
আর কোন দিন উড়তে পারবে কি-না!
অন্তত একটি উড়াল-
মরু ছেড়ে কোন অরণ্যে
যেখানে-পৌঁছাতে পারলে জেগে উঠবে বাঁচার সম্ভাবনা!…

দাউদুল ইসলাম

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ১টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০২-১০-২০১৭ | ২১:১১ |

    'কুণ্ডলীর ভাঁজে ভাঁজে নির্জনতার দহন;
    ক্ষুধার্ত শকুনের নিরন্তর ছুটোছুটি, বাতাসের হুংকার
    ধূলির আস্তরণে বিবর্ণ গোধূলি- তাম্র তৃষ্ণ বিকাল।'

    অসাধারণ তিনটি চরণ। দীর্ঘদিনের অভিজ্ঞতায় সম্ভব এমন সৃষ্টির নেপথ্য উৎসাহ। অভিনন্দন স্যার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
    • দাউদুল ইসলাম : ০৫-১০-২০১৭ | ১৯:৫৫ |

      সৃষ্টির এই নেপথ্যে এই উৎসাহে আপনার ভূমিকাও কম নয় স্যার। 

      বিনম্র সালাম ও শুভেচ্ছা

      GD Star Rating
      loading...
      • মুরুব্বী : ০৫-১০-২০১৭ | ১৯:৫৭ |

        সালাম এর প্রত্যুত্তর এবং ভালোবাসা আপনার জন্য স্যার। Smile

        GD Star Rating
        loading...