উত্তর কোথায়?

উত্তর কোথায় ?

একটা বুলেটের মাথায়, ঈশ্বর নেই
হাজার মানবতার প্রশ্নমুখে, প্রেম নেই !
কি করে থাকতে পারে- ঈশ্বর?
উত্তরটা হয়তো জানা আছে ওদের কাছে-
যারা খুন ধর্ষণ বর্ণচোরা প্রেমো মন
নির্বিঘ্নে হত্যা করে- রক্ত বানায় ফাঁন্টা নদী।

হায় প্রভু- ওদের কাছে হয়েছো, কাবু !
মজার ছলে সর্বাঙ্গে বিরাজ করছো;
নাকি ওদের বুলেট আগুনে ঈশ্বর গুরুত্ব-
প্রভু- তবে জাত ধর্ম গেলো কই?
শুধু ক্রোধ হিংসায় ছায়া বিনষ্ট বটবৃক্ষ-
চোখের অলিতে গলিতে রক্তবোবা জল।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২০-১২-২০১৭ | ১৮:১৭ |

    উত্তরহীন শব। সমাজের অর্ধমৃত শব মানুষের ভীড়ে আমাদের নিষ্প্রাণ পথচলা। Frown

    GD Star Rating
    loading...
  2. রিয়া রিয়া : ২০-১২-২০১৭ | ১৮:৩৮ |

    চোখের অলিতে গলিতে রক্তবোবা জল।

    GD Star Rating
    loading...