লাশ
অবয়ব শুয়ে আছে ফুলমালা
কুম্ভীরাশ্রু নতুন শস্তা কাপড়ে,
খোলস ছাড়া সাপের মতই
হিলহিল বাতাসাবলম্বী।
যত প্রতারণার শব্দকাহিনী
হ্যাঁ সূচক ছদ্মআলাপন
স্যাঁতসেঁতে ঘুপচি পৃথিবীর
নিস্পৃহ আদরের মিথ্যাসম্ভার,
মৃত লোমকূপের বর্জ্য এখন।
এখন শুধুই শেষকৃত্যের সংক্ষিপ্ত হিসেব,
এখন শুধুই রেখে যাওয়া
অভোগ্য সম্পদ তালিকাকরণ।
শোকের শোপিস সাজানোর
প্রতিযোগিতায় ভাগ নিতে হুড়োহুড়ি।
অস্থির এ ধাবমান অন্ধকারে
ছায়ারাও শিউরে ওঠে
যন্ত্রমানসের বদ্ধ সময় অবসরে,
তিরতিরে কালোর পাতলা পরত
চিরে উঁকি দেয় অবোধ ঈশ্বর।
অবলীলায় ভালবাসার হৃদটুকরোদল
নিমন্ত্রিতের সংখ্যা গোণে,
চোখের কোনায় গড়ানো স্বনিয়ন্ত্রিত হর্মোণ
আবাল্য স্মৃতির পচা স্তুপ হাতড়ে
শস্তায় আমদানি গুচ্ছ বাসি গোলাপ।
শ্মশানের চারপেয়ে কুকুরেরা
গোরস্থানের চারপেয়ে কুকুরেরা
কাঁদে, ফের মোটা হয়
ধৈর্যের শেষ পরীক্ষা হয়ে গেলে
খুঁটে খায় উচ্ছিষ্ট মাংস অবশেষ।
দূরের কোনো সাইরেনে সুরেলা
বাঁশিওয়ালা একমনে মালকোষ বাজায়,
ভ্রষ্ট ব্যভিচারে বিব্রত ত্রিমাত্রিক রক্তচক্ষু,
রাতের শিফট ফেরত হতচকিত
শবানুগমনের বিকট লালসায়।
তীক্ষ্ণ ওডিকোলন ও ঢাকতে পারেনা
ভালবাসার দেহনিঃসৃত তীব্র পচা গন্ধ।
loading...
loading...
‘এখন শুধুই শেষকৃত্যের সংক্ষিপ্ত হিসেব,
এখন শুধুই রেখে যাওয়া
অভোগ্য সম্পদ তালিকাকরণ।’ লাশ।
loading...
প্রিয় কবির প্রতি রইলো অফুরন্ত শুভেচ্ছা…
হিসাবটা বড়ো কঠিন। শব খেয়ে মোটাতাজা কুকুরগুলোও একদিন মরে….
loading...