তুই যে আমার সই
আকাশগঙ্গার পথটা ধরে
আসবি কখন তুই?
দুর্গা নামেই ডাকে সবাই
তুই যে আমার সই।
দিগন্ত ওই মিশছে যে দেখ
সবুজ মাঠের ধারে
চলনা ওদের মিলন দেখি
লুকিয়ে ঝিলের পাড়ে।
ছাতিম ফুলের গন্ধে যে
উথাল পাথাল মন,
আয়না চলে আমার বুকে
সই, আমার কথা শোন।
আকাশ লাজে রাঙা
দেখ গোধূলির প্রেমে
ও সই, তোর হাতটা ধরে
চাঁদ ও আসুক নেমে।
শহর ও গলছে রে দেখ
উদাসী দুপুর
কৈলাস ছেড়ে আয় না চলে
বাজিয়ে নুপুর।
পদ্ম পাতায় খেলবো রে
সই, সাপ মই এর খেলা
শরৎ এলো, আয় চলে তুই
আর করিস না বেলা।।
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
অসাধারন, অনন্য।
ধন্যবাদ প্রিয় কবি।
সিম্পলি বেস্ট ওয়ান প্রিয় কবিবন্ধু রিয়া রিয়া।
খুশি হলাম প্রিয় বন্ধু।
অনেক অনেক ভালো লাগলো
আপনার এবং আপনাদের ভাল লাগাই আমার প্রাপ্তি কবি দা।
অবাক করা আহবান, এমন ডাকে সারা না দিয়ে কি পারে?
হাহা। সাড়া তো দিয়েছনই খালিদ দা।
পদ্ম পাতায় খেলবো রে
সই, সাপ মই এর খেলা
শরৎ এলো, আয় চলে তুই
আর করিস না বেলা।।
* এমন ডাকে দেবী সাড়া না দিয়ে পারবে?
আমরা পাঠকরাও তো বসে থাকতে পারিনি! অফ লাইন থেকে অনলাইনে চলে এলুম। শুভ কামনা নিরন্তর প্রিয়…

ধন্যবাদ প্রিয় কবি দা।