কথা...

কথা…

কথায় কথার পাহাড় চড়ি
কথায় পাড়ি নদী
কথার সুরে কথারা সব
গায় যে নিরবধি

গানের ভাষায় প্রাণের ভাষায়
কথার হাঁটাহাঁটি
চরের লাগি হয় যে জড়ো
কথার পলিমাটি

কথার আকাশ গভীর নীলে
কথায় থাকে ছেয়ে
সবুজ বনের হরিণগুলো
কথায় থাকে চেয়ে

দূর সাগরে কথার পানি
ছাড়ে কথার ঢেউ
নোনাজলের কষ্ট কথা
বলছে তারে কেউ

পাখির মত কিচিরমিচির
হয় যে কথা যত
কথার বনে কথায় কথায়
উড়ে পাখি শত

মাঝ নদীতে ভাসছে কথা
যায় যে ভেসে কথা
মৎস্যপুরাণ ভাংছে দেখি
কথার নীরবতা

রোদের আলোয় কথা বাড়ে
রোদ পোহানো ভোরে
শুকনো পাতার কথামালা
রোদ সকালে পুড়ে

তপ্ত দুপুর ঘামের বেলা
কথার ভয়ে ঘামে
কথার ভয় লিখে কবি
কাব্য কথার নামে

পেলব বিকেল কথায় কথায়
সন্ধ্যা বুঝি হয়
রাতের সাথে কথা ঝুড়ির
হয় যে পরিচয়

গল্প কথায় আধার এলে
জ্যোৎস্না কথা আসে
দূর আকাশের চাঁদের বুড়ি
কথাই ভালবাসে

কথায় কথায় রাত্রি নামে
কথার নামে ঘুম
ঘুম পরিরা স্বপ্নে এলে
কথারা দেয় চুম

কথার চুমে ঘুমায় কথা
জাগে কথার চুমে
শীত প্রহরে দিন কাটাবে
কথার ওমে ওমে

কথার ওমে দিন কাটাবে
কথার ওমে রাত
এসো প্রিয় কথায় কথায়
ধরি কথার হাত…

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৬-০৮-২০১৭ | ৮:৫৫ |

    কথা’র জন্য শুভেচ্ছা অভিনন্দন প্রিয় কবি প্রিয় আবু মকসুদ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...