অ প্রসঙ্গ মৃত্যুর দিকে …
আমি আর আসছি না তোমাদের জলসায়
কি হবে প্রতিদিন কার বস্তাপচা গল্পের কাসুন্দি ঘেঁটে?
তারচেয়ে বরং নিরস সন্ন্যাস শ্রেয়-
অন্তত চুল ছিটতে হবে না- বিদঘুটে শব্দ, নৈশব্দের ব্যবচ্ছেদে;
জমকালো প্রচ্ছদে ক্ষুধা মত্ত জঞ্জাল আঁটতে আর ভালা-লাগছে না
এবার উন্মুক্ত হোক প্রচ্ছন্ন আড়ালের বিবমিষা…
ভাঙুক নিমিত্ত প্রহেলিকার দৈন্য দশা, সর্বনাশা কবিতা
দেখুক- অলীক বর্ম খসে গেলে কিছুই থাকেনা কবির!
আমিতো বলছি-
তোমরাও বেরিয়ে আসো
একবার নিজেদের দাঁড় করাও- অশ্রাব্য জিজ্ঞাসার মুখোমুখি
দ্যাখো জান্তব জীবন, সঙ্গ-মরত কুকুরের প্র-চেষ্টা
ক্ষুধার্ত সাপের হা গ্রাসে আপন ছানার ভক্ষণ, দ্যাখো বাঁচার জন্য
প্রাণপণ চেষ্টা
যে তেষ্টা মেটেনা রক্তে- ঘামে; কবিতার অমৃত ধারায় বাঁধো তাদের
বেরিয়ে এসো এই জনাকীর্ণ প্রান্তরে; অবিধান করো
রোদের বিপরীতে উড়ন্ত চিল, বিস্তীর্ণ জলাশয়… মদের খালি বোতল
তবেই তো সার্থক হবে উপমা-
অতএব, আমি ছিটকে গেলাম দলচ্যুত বিহঙ্গের মত
চললাম একাকী… অ প্রসঙ্গ মৃত্যুর দিকে, অদ্ভুত কোন
জন্মলগ্নের দিকে-দরিয়ার বুক ছিরে উদিত শৌর্যের আগে আগে
কিংবা হীরক জাত কোন প্রস্থর খণ্ডের বুকে- যার অন্তরায়
নিজেকে মনে হবে ক্ষুদ্রাতীত ক্ষুদ্র আলোর বিম্ব!
loading...
loading...
"এবার উন্মুক্ত হোক প্রচ্ছন্ন আড়ালের বিবমিষা…
ভাঙুক নিমিত্ত প্রহেলিকার দৈন্য দশা, সর্বনাশা কবিতা
দেখুক- অলীক বর্ম খসে গেলে কিছুই থাকেনা কবির!"
___ ফ্যান্টাসটিক লিখা প্রিয় স্যার। সম্মান এবং ভালোবাসা জানবেন।
loading...
সত্যি তাই. ..আড্ডালয়ে অনেক সময়ই মন্দ রচনার হাট বসে। অতএব, সুযোগ হলে এড়িয়ে যাওয়াই উত্তম। শুভেচ্ছা রইলো কবি বন্ধু।
loading...
কি হয়েছে প্রিয় কবি দাউদ ভাইয়ের? কেনো এতো বিষন্ন মন আজ? পাহাড়সম জঞ্জালতো মানুষের কাঁধের ওপর। এ জঞ্জাল ঠেলে ফেলে দেয়ার জন্যইতো কবির কলম চলছে। আমরা চাই না আপনি কবিকূল থেকে ছিটকে পড়েন। আপনার পাশে অনেক ভালোবাসার মানুষ আছে। একটু দাঁড়ান! ফিরে দ্যাখেন! পৃথিবীটাকে কারা যেনো অন্ধকারছন্ন করতে চাইছে। চলুক আপনার আমার এবং সকল কবি লেখকের কলম যুদ্ধ এই অন্ধকারের বিরুদ্ধে! অনেক শুভকামনা রইলো।
loading...
শুভেচ্ছা রেখে গেলাম কবি দা।
loading...