শব্দনীড় ব্লগে ঠিক এই মূহুর্তে কতজন উপস্থিত বলুন তো !! অনেকদিন শব্দনীড়ে ব্লগাদের উপস্থিতির এমন স্বতস্ফূর্ত উপস্থিতি দেখা যায় নি। এসে ফিরে যান।
সেই কাকভোর থেকে বিরামহীন বৃষ্টি আর সাপ্তাহিক ছুটির এই অবসরে আমার মতো ঘরে বাইরে থেকে যে যার সামর্থ্য অনুযায়ী শব্দনীড় এর সঙ্গে আছেন দেখে ভালো লাগছে। ঠিক এই অনুভূতি পারস্পরিক ভালোবাসার বন্ধনকে সুদৃঢ় করে।
প্রশ্ন হচ্ছে উপস্থিতির যেমন সংখ্যা দেখতে পাচ্ছি সেটা কি কেবল আমিই দেখতে পাচ্ছি নাকি আপনারাও পাচ্ছেন জানতে চাই। জানতে পেলে ভালো লাগবে।
যদি থাকেন আপনার একটি মন্তব্য চাই।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
মন্তব্য হীন ঘুরে গেলেন যারা :
মি. সাইয়িদ রফিকুল হক। (মন্তব্য করেছেন)





মি. মিতা। (মন্তব্য করেছেন)
মি. আনু আনোয়ার। (মন্তব্য করেছেন)
মি. আনিসুর রহমান। (মন্তব্য করেছেন)
মি. থার্ড আই।
মি. আমির ইশতিয়াক।
মি. রুদ্র আমিন। (মন্তব্য করেছেন)
মি. চারু মান্নান। (মন্তব্য করেছেন)
loading...
loading...
youtube.com/watch?v=cSFhxBkxR8k
___ মন্দ কি স্যার। এতেও যে ধন্য করলেন। ধন্য হলুম।
loading...
আমরা এমনি এসে ভেসে যাই,,,,,,,,,,,,

এমন শ্রাবণের দিনে,,,,,,,,,,,বন্ধু
loading...
সঠিক বলেছো প্রিয় কবি প্রিয় বন্ধু মান্নান।
loading...
দেরিতে হলেও কিন্তু আমি হাজিরা দিলাম।
loading...
বেশ কিছু উপহার রইলো মি. রুদ্র আমিন। নিন।
loading...
আমরাও দেখতে পাচ্ছি।
এই মুহূর্তে আমি দেখছি ১১ জন নিবন্ধিত ও ৭০ জন অতিথি।
loading...
ধন্যবাদ জনাব আনু আনোয়ার। দেরিতে হলেও আপনি সঠিক দেখেছেন।
loading...
নামটা বদনামের খাতায় দিয়ে দিলেন স্যার ? এইতো দেখেন, আমিও আছি !
ব্যস্ততা আমাকে দেয়না অবসর,
তাই বলে ভেবনা আমায় স্বার্থপর !
loading...
ধন্যবাদ মি. আনিসুর রহমান। উপহার দিয়ে জাতে তুলে আনলাম।
loading...
এখন কি ব্লগার সমাজ আমাকে মেনে নিবে ?
ধন্যবাদ স্যার উপহারের জন্য ! প্যাকেটটা খুলে যা পেলাম তা ব্লগে প্রকাশ করতে চাই না।
loading...
হাহাহা মি. আনিসুর রহমান। সেই ভালো সেই ভালো।
loading...
আমি তো সঙ্গে থাকার চেষ্টাই করছি।



বাকীটা আপনাদের একটু ভালোবাসা।
সবাইকে শুভেচ্ছা।
loading...
আপনাকেও ধন্যবাদ মি. হক।
loading...
প্রিয় আপনার মত একজন মানুষের সাথে দুদণ্ড কথা বলতে ইচ্ছে হয়। চমৎতার আপনার ছবির কালেকশন। আর মতামত দেবার ঝোঁক। আপনি পাঠক ও লেখক। ব্যস্ত মানুষ। এতটা সময় করতে পারা -বিশাল ব্যপার।
loading...
আপনার মতামতে অনুপ্রাণিত হলাম মি. খালিদ মোশারফ। ধন্যবাদ।
loading...