জঙ্গলরাজ

জঙ্গলরাজ

ও মেয়ে তুই যাসনা ধারে
পুকুর পাড়ে, চোরাকাদার ফাঁদে,
জানিস না কি জ্যোৎস্না আলোয়
লুঠ করে নেয় চোখের জলের দাগ?
বর্ষা এখন বাড়ছে কেবল চরম রাগে
দখলদারী অনুরাগে, হানাদারী মৌসুমী কাঁপন,
ও মেয়ে শোন, এ লোকালয়
ভরন্ত ভয়, জঙ্গলরাজ আচ্ছেদিনে কায়েম।

মন উশখুশ রাতদিন তোর
ছুটির ভোর, কিসের এত বাইরে ছোটার টান?
আপাদমাথা ঢাকাঢাকি, না হোলে ছি-
বাড়ীর ঝি, থাকবি বাড়ীর বদ্ধ দাগের কোলে।
শাস্ত্রে আছে নষ্ট হবি নষ্ট হাওয়ার সঙ্গ পেয়ে
নষ্ট মেয়ে, খুবলে খেলে পশুর আবার কিসের দোষ?

মনের মানুষ কোনটা আসল কোনটা নকল
চিনবে কে বল? গুমরানো মন সন্ধেবেলায়!
শাড়ি আছে, গয়না আছে, উত্তেজনার বাক্স আছে
তোর কাছে, এসব কিছুই ফ্যালনা নাকি!
চাইবি না তুই খোলা হাওয়া
চাওয়া-পাওয়া, চার দেওয়ালের মধ্যে থেকেই নে…!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৪-০৮-২০১৭ | ১১:৩৯ |

    শাস্ত্রে আছে নষ্ট হবি নষ্ট হাওয়ার সঙ্গ পেয়ে
    নষ্ট মেয়ে, খুবলে খেলে পশুর আবার কিসের দোষ? জঙ্গলরাজ !! … দারুণ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_mail.gif

    GD Star Rating
    loading...