কলঙ্কিত শশী

ঘুমন্ত পৃথিবী
রক্তের স্রোতে ভেসে যায় একান্ত দ্বীপ
অনন্তের পথে… সীমান্তের ওপারে
হেসে মরে পাষাণপুরি… জ্বলন্ত আগুনের জিভ।

ক্ষুধার্ত নদী
স্পর্ধিত হুংকারে চলে ভাঙনের তাণ্ডব
বুকের চাতালে নিত্য হাহাকার, আত্মার গহ্বরে
ডুবে মরে স্বপ্নের কারিগর… সরোদ শরীফ।

ক্রান্ত শর্বরী
পরাক্রান্ত মৃগ নয়নে বাড়ে ভার- অশ্রু লগন
পল্লবিত বৃক্ষ জানে- অন্তস্থ বনে
কিসের আশায় ছুটছে খরস্রোতা… শশাঙ্ক পাণে।

দাউদুল ইসলাম
২/৮/১৭

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০২-০৮-২০১৭ | ২১:১৭ |

    শব্দ ভাবনা এবং অনুভূতির প্রকাশ লিখাটিকে অনেকখানি রীচ করে তুলেছে।
    অভিনন্দন এবং সালাম রইলো স্যার। অনেক অনেক ভালো থাকবেন এই প্রত্যাশা।

    GD Star Rating
    loading...
  2. মোকসেদুল ইসলাম : ০৩-০৮-২০১৭ | ১২:১৯ |

    বেশ কিছুদিন পর আপনার লেখা পেলাম। দারুণ

    GD Star Rating
    loading...