বিরহ কাল
আমাদের ভ্রমণ শুরু হবার আগেই
তুমি, তুমি যেন পিছলে গেলে
সন্ধ্যা লাগি লাগি সময়ে
তোমার গালের ট্রান্সপারেন্ট আঁচিল
যাকে একফোঁটা পানি মনে করে
আমি চুমু খেতে চেয়েছি অনেকবার
তোমার ঢেউ ঢেউ ঠোঁট
আমাকে কম্পমান খরগোশের
নরম শরীরকে মনে করিয়ে দিয়েছে প্রতিবার
অথচ তুমি পিছলে গেলে
তোমার পতন দেখা হলো না
দেখা হলো না কত দ্রুত তুমি লাল হয়ে ওঠো
একটু আগে সামনের ঐ রাস্তা টপকে
হাত ধরাধরি করে যার সাথে তুমি চলে গেলে
ঐ ছেলেটাকে আমি, আমি চিনিনা
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
একটু আগে সামনের ঐ রাস্তা টপকে
হাত ধরাধরি করে যার সাথে তুমি চলে গেলে
ঐ ছেলেটাকে আমি, আমি চিনিনা
অথচ বুকের ভেতর ক্ষত তৈরি করে গেলো।
"আমার বধুয়া আন বাড়ি যায় আমার আংগিনা দিয়া '
loading...
বাহ্ মন্তব্যটি দারুণ তো !!
loading...
অসাধারণ ভাব-ব্যঞ্জনার কবিতা। প্রতিটা প্যারা, চরণে কি যেন কী একটা পেলাম; অন্তরে দোলা দিয়ে গেলো! শেষ প্যারার অভিঘাতে কবিতাটা অনন্য-সাধারণ হয়েছে।
loading...
ধন্যবাদ ভাই।
loading...
নির্মেদ একটি কবিতা উপহার কবি বোন শাকিলা তুবা।
loading...
শুভেচ্ছা কবি সৌমিত্র চক্রবর্তী।
loading...
চমৎকার কবিতা প্রিয় দিদি ভাই।
loading...
ধন্যবাদ কবি রিয়া রিয়া।
loading...
ভালো লাগার মতো এই বিরহ কাল।
loading...
ধন্যবাদ কবি সাজিয়া আফরিন।
loading...
সুন্দর কবিতা।
loading...
শুভেচ্ছা কবি সুমন আহমেদ।
loading...
আপনাকে ধন্যবাদ কবি শাকিলা তুবা।
শুভ সকাল।
loading...
শুভসকাল শুভদিন আজাদ ভাই।
loading...
সুন্দর কবিতা।
loading...
ধন্যবাদ আবু সাঈদ আহমেদ ভাই।
loading...
শেষের লাইনে রহস্য রেখে গিয়েছেন কবি,কবিতায় আবেগী কথা অনেক ভালো লেগেছে। আকুতি কেন অতৃপ্তি রয়ে যায়।
loading...
শুভেচ্ছা কবি শাহাদাত হোসাইন ভাই।
loading...
একটু আগে সামনের ঐ রাস্তা টপকে
হাত ধরাধরি করে যার সাথে তুমি চলে গেলে
ঐ ছেলেটাকে আমি, আমি চিনি না।
সুন্দর লেখনীর অভিনব প্রকাশ। কবিতার গভীরে লুকিয়ে আছে বর্তমান সমাজের প্রতিচ্ছবি।
সুন্দর কাব্যিকতা ও শব্দের প্রয়োগে কবিতাটি সবার কাছে বেশি আকর্ষণীয় ও
হৃদয়গ্রাহী হবে সেটা জোর দিয়ে বলতে পারি।
এরকম কবিতা লেখার জন্য কবিকে সাধুবাদ জানাই।
সাথে থাকবেন। আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানাই দিদিভাই।
জয়গুরু।
loading...
আপনাকে অনেক ধন্যবাদ দাদা।
loading...
খুব সুন্দর হয়েছে আপি।
loading...
ধন্যবাদ আপা।
loading...
খুব সুন্দর।
loading...
ধন্যবাদ ভাই।
loading...
অনেক বার পড়ে, সারাদিন প্রস্তুতি আসলাম কমেন্ট করতে
। বহুত জটিল করে লেখেন আপনি। বিরহ প্রেমে ব্যাঘাত নিয়ে লিখেছেন। বিজ্ঞানীরা ইদানীং বলে প্রেম মানুষের মস্তিষ্কে মাদকের মত কাজ করে বা প্রভাব ফেলে। সুতরাং বিরহ মাদক না পেলে যা হয় আশক্তেত তেমন কষ্টেরই হবে। মাদকগুলো আসলে কিছু তৈরি করেনা, এগুলো রিলিজিং এজেন্ট। যাদের উপস্থিতির কারনে ব্রেনে সেরোটোনিন, ডোপামিন, এন্ডোরফিন (আফিম/মরফিনের প্রভাবে) নিঃসৃত হয়। মানুষ সুখানুভূতি, সন্তুষ্টি অনুভব করে। অভাবে নিশ্চয় দু:খবোধ, অতৃপ্তি সৃষ্টি হয়।
যে মানুষ টা কয়েক মাসের মধ্যেই বিরক্তিকর হয়ে যেত, তার জন্য সারাজীবন ছটফট করা। কারণ (ভ্রান্ত) বিশ্বাস, তার উপস্থিতি সব অভাববোধ দূর করে দিবে। তাই অনুপস্থিতিতে মাদকহীনতার মত অতৃপ্তি, দু:খবোধ। মাদকাসক্ত রোগীকে কিছুদিন আলাদা করে রাখলেই স্বাভাবিক হয়ে যায়। কিন্তু বিরহের কষ্ট, সে আপনি বুঝবেনা সন্ন্যাসিনী
loading...
শুভেচ্ছা রইলো ভাই।
loading...
বেশ ভাল হয়েছে। শুভকামলা রইল।
loading...
ধন্যবাদ ভাই।
loading...