মৃত্যু সুখ

মৃত্যু সুখ।।

কাটাছেঁড়ার পর নতুন করে মেয়াদবিহীন শরীরের গহীন ঘরে রাখা এক টুকরো কুয়াশা, মেঘ বৃষ্টির আগমনী সঙ্গীত নিয়ে উড়ে যায় দেশান্তরী হতে।
অযথা সৃষ্টি সুখে উল্লাসিত হয় নরম কাদামাটি ;
সবুজ অবুঝ ঘাস পায়ে মাড়িয়ে চলে যায় যে পথিক
সকালবেলার রোদ মুছে দেয় সেই পদচিহ্ন।
শরীরের মৃত কোষ যদিওবা মুছে দেয় বিজ্ঞাপনের প্রসাধন ;
গভীরতায় থেকে যাওয়া উষ্ণ তরল, লুকাইত ঝর্না হয়ে কপোল স্পর্শদোষী হয়।

সুখের খেলাঘরে কতটা প্রদীপ দিয়ে আলোকিত হয়
তার হিসেব শুধুমাত্র পাকা অভিনেতা জানে;
চিত্রকরের তুলি সব ছবি আঁকতে পারেনি কোন দিন।
কল্পনায় দেখা সবুজ ঝর্ণা, বাস্তবতার বিবর্ণ রঙ মিলেমিশে নাস্তানাবুদ দূষণকারী ক্ষার।

বিশাল আকাশের যেমন তৃষিত মেঘ দরকার তেমনি
বিশাল সাগরের তৃষ্ণা জেগে থাকে নদীর ঘোলা জলের জন্য।

আকাঙ্খার প্রহর প্রাপ্যরূপ চাহিদার তুলনাকেন্দ্রিক ধারা;
যেখানে তুমি আমি কিংবা আমরা
সুখ মৃত্যুযোগ নিয়ে শরীর ছেড়ে যেতে পারিনি, পারিনা ও পারবো না।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৩-০৭-২০১৭ | ১২:৪১ |

    আমি তুমি সে … এই যে গতানুগতিক কবিতার ফরমেট
    তার বাইরে পরিপূর্ণ একটির কবিতার চিত্রায়ণ হয়েছে লিখাটিতে।
    মনোগ্রাহী প্রচ্ছদের ব্যবহার লিখাটিকেও নিয়েছে বেশ খানিকটা কাছাকাছি।

    অভিনন্দন মি. খেয়ালী মন। অনেক অনেক ভালো থাকবেন। শুভসকাল। শুভদিন।

    GD Star Rating
    loading...
  2. এম এ বাসেত : ২৩-০৭-২০১৭ | ১৩:১৯ |

    অযথা সৃষ্টি সুখে উল্লাসিত হয় নরম কাদামাটি ;
    সবুজ অবুঝ ঘাস পায়ে মাড়িয়ে চলে যায় যে পথিক
    সকালবেলার রোদ মুছে দেয় সেই পদচিহ্ন।
    শুভেচ্ছা নিবেন দাদা।
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
  3. প্রবাল মালো : ২৪-০৭-২০১৭ | ১৪:৪৪ |

    “বিশাল আকাশের যেমন তৃষিত মেঘ দরকার তেমনি
    বিশাল সাগরের তৃষ্ণা জেগে থাকে নদীর ঘোলা জলের জন্য।”
    ……….. বেশ ভাল লাগল। শুভেচ্ছা, কবি!

    GD Star Rating
    loading...