রক্ত খাবি? রক্ত!
আয়—রক্ত খেয়ে খেয়ে নিস্তেজ করে ফেল অঙ্গপ্রত্যঙ্গ!
মোশা যেমনটি খেয়ে ক্ষুদা নিবারণ করে,
তোরাও ক্ষুদা নিবারণ পর্যন্ত খা,
এই রক্তের ক্ষয়ক্ষতি দিতে হবে না!
এই রক্তের জন্য রাজপথে কেউ মিছিল করবে না, জনসভা হবে না!
প্রতিবাদ নেই! কোনো বিপ্লব নেই!
সব রাজত্ব তোদেরই।
এখানে মোশামাছির জন্য কেউ আসবে না!
তোরা ইচ্ছে মতো শিকল দিয়ে বন্দী করে রাখ কারাগারে !
উপহাস কর, রক্তের হলী খেল!
এখানে রক্তাক্ত দেহের জন্য কেউ মুক্তির ধাবি নিয়ে আসবে না!
তোদের বিরুদ্ধে ফতোয়া জারী দাঁড় করাবে না!
রক্ত খাবি! খা,,,,,!!!!!
পেপার পত্রিকা, কিংবা টিভির পর্দায় শিরোনামও হবে না!
কোনো আইনজীবীও এই নির্মম ঘটনা লিপিবদ্ধ করে
কোটকাচারি করবে না!
কেবল তোরা একটি গুজব ছড়িয়ে দিস!
দেখবি নির্দোষ তোরা, দোষী কেবল আমিই!
রক্ত খাবি! খা,,,,,!!!!!
খেয়ে নে যত পারিস, সাথে পিপড়েও লেলিয়ে দে,
আমি কাউকে বলবো না! কিছুই করবো না!
তোদের একবিন্দুও ভয় নেই,
জয় তোদের রাজত্বের, ক্ষমতার! টাকার!
পরাজয় কেবল আমার!
আমি কাউকে বলবো না এ পরাজয়ের কথা!
হয় যদি হউক রক্তে লাল জনপথ !
loading...
loading...
লেখা ভালো হচ্ছে
কিন্তু কিছু বানান ভুল আছে, কবিতায় বানান ভুল থাকলে ভালো লাগে না।
দেখে দেখে বানান গুলো ঠিক করে নিলে পাঠকের আরো ভালো লাগবে বলে মনে করি।
শুভকামনা।
loading...
মশা মাছিকে রূপক অর্থে এনে সামাজিক অবক্ষয়ের প্রতি যে …
ঈঙ্গিত করেছেন লিখাটি পড়ে বেশ বোঝা যায়। শুভেচ্ছা রইলো কবি।
loading...
আপনাকে নতুন আঙ্গিকে আবিষ্কার করলাম মি. সাহারাজ। একই সাথে আপনার তীব্র কটাক্ষ এবং প্রতিবাদের এই রুপ পাঠককে নাড়া দিবে নিশ্চিত । এমন দারুন সব লেখা আশাকরছি আগামীতেও । ধন্যবাদ কবি নতুনত্বের জন্য।
loading...