___________________________________________
যখন মেঘ সরে যায়, উত্থিত শিশ্নের মত ধীরে ধীরে চাঁদেরকণারা ঘিরে ফেলে সমগ্র দৃশ্যপট।
ফুল গাছের আড়াল থেকে সে হেঁটে আসে চাঁদ হয়ে, ওর শরীরে আলপনা এঁকে চলে কামনা শিশুর দল!
আজ যে তার আসার কথা, যুবতী হৃদয়ে বিষম ব্যথা, ভালবাসা ছুঁয়ে যায় তার কানায় কানায়.. জোছনারা অপেক্ষায় চরম বিহ্বলতায়.. আজ ও কি তবে আসবে না সে?
★★
বাঁশঝাড়ের আড়াল থেকে যখন হেসে উঠল চাঁদ, কুয়াশার মত ঝরে পড়ছিল চাঁদেরকণা আপন ছন্দে।
মেয়েটি হেঁটে এলো এক আদিম জংলী ফুল হয়ে যার এলোচুলের আড়াল বুকের নো-ম্যানস ল্যান্ডকে আরো দৃশ্যমান করছিল থেকে থেকে।
বাঁশঝাড় আর চাঁদ সেদিন আর জন্মে পুরুষ হবার প্রার্থনায় কাটিয়েছিল বিনিদ্র রজনী।।
★★
সে সম্পুর্ণ নগ্ন হয়ে এলো আমার সামনে। আমি তাকে প্রেমের চাদর পরিয়ে দিলাম।
ভালবাসা পুড়ে পুড়ে প্রেম হতে শরীর লাগে না কারোর।।
#মামুনের_তিনলাইনের_অণুগল্প_০২_অভিসার
★★★★
আমি আর তুমি এক হলাম।
সে এলো।
অনেকগুলি বছর পার করে যাবার বেলায় আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে গেলো।
Photo Credit: Stewart Stephenson
loading...
loading...
তিনটি অণুলিখন পড়তে গিয়ে বুঝলাম অণুগল্প লিখাটিও সহজ কোন কর্ম নয়।
শব্দ ভাব আর চিত্রায়ণের পরিমিতি একটি মেজর অংশও বটে। অভিনন্দন মি. মামুন।
loading...
অসাধারণ দক্ষতা ও নিপুণতায় চিত্রায়িত অনুগল্পের নতুন আঙ্গিককে কবিতানুগল্প নামে ডাকতে ভালো লাগছে আমার।
ধন্যবাদ সাহিত্যে নতুন মাত্রা যোগ করার জন্য । (এমন আর কোন লেখক বা কবি লিখেছেন কিনা আমার জানা নেই)
loading...