জনৈক প্রেমিক ও তার উক্তি

জনৈক প্রেমিক ও তার উক্তি

আমি তোমায় নির্ভার রেখে ভালবাসতে চাই
আমি চাই না আমায় ভালোবেসে তুমি দায়বদ্ধতায় থাকো।
কি যে ভালোবাসি কি বোঝো,
তবে তুমি বুঝবেই আমি জানি
তুমি যে আর পাঁচজনের মত মোটা দাগের নও।

বছরের পর বছর অপেক্ষা করেছি
শুধু তোমার নজরে আসার জন্য
বুঝতে পেরেছিলাম তুমি আমায় সে ভাবে কখনই দেখ নি
তাই অনেক সময় চলে গেছে —

তোমার ভাষা বুঝি না ত’ কি ?
পাশে ধরে আছি আমার পরম বন্ধুর হাত
যে আমার হয়ে তোমার সব কবিতার ভাষা বুঝে নেয়।
এ প্রেম সফল হবে কি না জানা নেই
শুধু জানি তোমার কষ্টে আর লাঞ্ছনায় আবার বুক ফেটে রক্তাক্ত হয়।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ২টি) | ২ জন মন্তব্যকারী

  1. আনিসুর রহমান : ০২-০৭-২০১৭ | ১৭:০২ |

    এ প্রেম সফল হবে কি না জানা নেই
    শুধু জানি তোমার কষ্টে আর লাঞ্ছনায় আবার বুক ফেটে রক্তাক্ত হয়।

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ০২-০৭-২০১৭ | ১৭:১১ |

    “তোমার ভাষা বুঝি না ত’ কি ?
    পাশে ধরে আছি আমার পরম বন্ধুর হাত
    যে আমার হয়ে তোমার সব কবিতার ভাষা বুঝে নেয়।
    এ প্রেম সফল হবে কি না জানা নেই
    শুধু জানি তোমার কষ্টে আর লাঞ্ছনায় আবার বুক ফেটে রক্তাক্ত হয়।”

    চমৎকার কবিতা। শুভেচ্ছা সহ অভিনন্দন প্রিয় কবিবন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...