শাঁখের করাত ভালবাসা

শাঁখের করাত ভালবাসা

অসহায়ত্ব রাগ হয়ে বেরিয়ে আসছে
একটু ভেবে দেখো ত’
আশে পাশে কেউ না থাকলে
কারো একা একা ভালো লাগে ?
আমি কি জন্য এখানে আসব ?
কি করব বলে দাও ?
কবিতা পোস্ট করব ?
ব্যাস এইটুকুই ত?
হাজার হাজার কবিতা আছে
রোজ একটা করে কবিতার লাশ ফেলে যাব।

অনেকেই দেখি রোজ আসে না,
আমাকেই বা রোজ আসতে হবে কেন ?
যখন কোনো মানুষের কাছে কিছু প্রত্যাশা করবে
মনে রাখবে তারও কিছু শর্ত থাকতে পারে প্রত্যাশা পূরণের
তাকে এভাবে একা করে তোমরা তার কাছে কি চাও ?
আর ভালবাসার মানুষদের ধরে তিরস্কার কি নতুন?
এত আজন্ম কাল দেখে আসছি
এলেই বা কি? না এলেই বা কি ?
তার থেকে না আসাই ভালো
নোংরামো দেখার জন্য রোজ কে রাস্তায় ঘুরে বেড়ায় ?

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৩-০৭-২০১৭ | ২০:৩৭ |

    একটি পূর্ণাঙ্গ লিখায় লিখার কোন অংশ ভালো লেগে গেলে কোট করলে দোষ নেই। Smile

    ‘যখন কোনো মানুষের কাছে কিছু প্রত্যাশা করবে
    মনে রাখবে তারও কিছু শর্ত থাকতে পারে প্রত্যাশা পূরণের
    তাকে এভাবে একা করে তোমরা তার কাছে কি চাও ?’

    শাঁখের করাত ভালবাসা। ___ কোন সন্দেহ নাই বন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  2. এম এ বাসেত : ০৩-০৭-২০১৭ | ২২:২৫ |

    অসহায়ত্ব রাগ হয়ে বেরিয়ে আসছে
    একটু ভেবে দেখো ত’
    আশে পাশে কেউ না থাকলে
    কারো একা একা ভালো লাগে ?
    আমি কি জন্য এখানে আসব ?

    শুভেচ্ছা নিবেন কবি। খুব ভাল লাগল

    GD Star Rating
    loading...
  3. আনিসুর রহমান : ০৪-০৭-২০১৭ | ১:০৯ |

    কি করব বলে দাও ?
    কবিতা পোস্ট করব ?
    ব্যাস এইটুকুই ত?
    হাজার হাজার কবিতা আছে
    রোজ একটা করে কবিতার লাশ ফেলে যাব।

    অনেকেই দেখি রোজ আসে না,
    আমাকেই বা রোজ আসতে হবে কেন ?
    *এমন অভিমান যে আমাদেরও একা করে দেয় । আর একটিবার এসেই দেখেন না, আমরাতো আছি !

    GD Star Rating
    loading...