পড়াশুনা করে যে দরিদ্র ছেলেটি চাকরি পায়নি
আমার কবিতা তার ভাললাগবে না
যে গার্মেন্টস শ্রমিকের শরীরের অর্ধেক পুড়ে গিয়েছে
তারও আমার কবিতা ভাললাগবে না
যে কৃষক ফসলের ন্যায্য দাম পায়নি
তারও আমার কবিতা ভাললাগবে না
যে নারী গণ ধর্ষণের স্বীকার হয়েছে
তাও আমার কবিতা ভাল লাগবে না
আমার কবিতার দুটো সান্ত্বনা বাক্য
গার্মেন্ট শ্রমীককে দেওয়া বৃথা আশ্বাসের মত কি?
ধর্ষণের স্বীকার নারীর উপযুক্ত বিচার পাবার
মিথ্যা শান্ত্বনা নাকি কৃষককে দেওয়া ভর্তুকির
মিথ্যা আশ্বাস
আচ্ছা দু চারটি লাইন না নায় লিখলাম
লিখে কি হবে?
লিখে কি হবে-আগামীতে আগুনে পোড়া থেকে
শ্রমীকরা কি বাঁচবে?
রাতে ও দিনে প্রতিটি সময় ও জায়গা কি
সকলের জন্য নিরাপদ হবে?
তাহলে কি কবিতা লেখা ছেড়ে দেব?
তাহলেতো বলতেই হয়-
“ক্ষুধার জ্বালাই পৃথিবী গদ্যময়
পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটি”।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
কবিতা লিখা ছেড়ে দিলে অনাচার আর বৈষম্য তো দূর হবে না কবি।
বরং এই অসামঞ্জস্যতা তুলে ধরতেই বেশী বেশী করে লিখা চাই। শুভ সকাল।
loading...
“ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়
পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি”
*শুকান্তের অনুভূতির সাথে ভীষন একাত্ব আপনার উপলদ্ধি ভালো লাগলো !
loading...