বানভাসি জলে
তোর মেঘের সীমানায়
আমার বাদল ঝরাটা ছড়ে না
আমার ঘরে বান ডাকে
তোর মেঘের বিদ্যুৎ চুমুকে।
নাকের ডগায় হিংসাটা
আজও করে শুধু নুস ফুশ!
চোখে পাতায় প্রণয়টা
আমার নাইরে হুশ’
শুধু কালোমেঘের আঁধার দেখি-
তোর ডালা ভরা সুখ।
একটা সুখ ভেসে দেরে দে
আমার বান ভাসি জলে-
মেঘের পিঠে হয়ে যাক না
প্রণয়ে ভাসাভাসি ফাল্গুনের ছলে-
আমার বান ভাসি জলে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
শুভেচ্ছা সহ লিখন অভিনন্দন প্রিয় বাউল কবি মি. সরকার। শুভ সকাল।
loading...